cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
তিনদিন ধরে বৃষ্টি ও পাহাড়ি ঢলে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের শক্তিয়ারখলা নামক স্হানের তিনশো মিটার সাবমা’রসিবল সড়ক ও আনোয়ারপুর ব্রিজের নীচের অংশটুকু পানির নিচে ডুবে গেছে।
ফলে সুনামগঞ্জ জে’লা সদরের সাথে তাহিরপুর উপজে’লা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জরুরি কাজে জে’লা সদরে যেতে লোকজনকে শক্তিয়ারখলা সাবমা’রসিবল অংশটুকু নৌকায় করে পার হতে দেখা গেছে।
অ’পরদিকে সড়কের দুই পাশে ছোট বড় অনেক যানবাহন আ’ট’কা পড়ে রয়েছে।
শক্তিয়ারখলা গ্রামের আঙ্গুর মিয়া বলেন, গত তিনদিন ধরে বৃষ্টি ও পাহাড়ি ঢলে শক্তিয়ারখলা সড়কটি ডুবে যাওয়ায় পথচারীরা এখন নৌকায় করে পারাপার হচ্ছেন ।
পথচারী সোহানুর রহমান সোহান জানান, প্রতি বর্ষা মৌসুমে বৃষ্টি হলেই আনোয়ারপুর বাজারের ব্রিজ সংলগ্ন সড়কটি পানির নিচে ডুবে তাহিরপুর থেকে জে’লা সদরের একমাত্র সড়ক বিচ্চিন্ন হয়ে পড়ে। ফলে এখানকার লোকজন সহ টাঙ্গুয়া হাওরা আসা পর্যট’করা বেকায়দায় পড়েন।
তাহিরপুর উপজে’লা নির্বাহী কর্মক’র্তা মো. রায়হান কবীর জানান, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে শক্তিয়ারখলা সাবমা’রসিবল সড়কটি ডুবে যাওয়ায় সুনামগঞ্জের সঙ্গে তাহিরপুরের যান চলাচল আপাতত বন্ধ রয়েছে। বৃষ্টি কমলেই সড়ক থেকে পানি নেমে যোগাযোগ আবার স্বাভাবিক হবে।