cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
দীর্ঘ ১৬ বছর পর পা’কিস্তান সফর করবে ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দল। আর প্রথমবারের মতো যাচ্ছে ইংলিশ নারী ক্রিকেট দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে চলতি বছরের অক্টোবর মাসে রাওয়ালপিন্ডিতে পা’কিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ইংল্যান্ড ও পা’কিস্তানের পুরুষ দল। একই মাঠে দুই ম্যাচের টি-২০ সিরিজ এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পা’কিস্তান ও ইংল্যান্ডের নারী দল।
আজ (১৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে পা’কিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রথমে ৯ অক্টোবর পা’কিস্তানের মাটিতে পা রাখবে ইংলিশরা। ১৩ অক্টোবর প্রথম টি-২০ এবং ১৪ অক্টোবর দ্বিতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি হবে পা’কিস্তান-ইংল্যান্ড পুরুষ দল। একই দিনে মাঠে নামবে দুই দেশের নারী দলও। টি-২০ সিরিজ শেষে ১৫ অক্টোবর পা’কিস্তান ছাড়বে ইংল্যান্ড পুরুষ দল।
আগামী ১৭, ১৯ ও ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে পা’কিস্তান নারী দল এবং ইংল্যান্ড নারী দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এ ব্যাপারে পিসিবির সিইও ওয়াসিম খান বলেন, ‘২০০৫ সালের পর আম’রা ইংল্যান্ডের পুরুষ দলকে এবং প্রথমবারের মতো পা’কিস্তান সফর করতে যাওয়া ইংল্যান্ডের প্রমীলা দলকে স্বাগত জানাতে পারে আনন্দিত। ’
একনজরে ইংলিশদের পা’কিস্তান সফরসূচী –
১৩ অক্টোবর: প্রথম টি-২০, পা’কিস্তান নারী দল বনাম ইংল্যান্ড নারী দল এবং পা’কিস্তান পুরুষ দল বনাম ইংল্যান্ড পুরুষ দল।
১৪ অক্টোবর: দ্বিতীয় টি-২০, পা’কিস্তান নারী দল বনাম ইংল্যান্ড নারী দল এবং পা’কিস্তান পুরুষ দল বনাম ইংল্যান্ড পুরুষ দল।
১৭ অক্টোবর: প্রথম ওয়ানডে, পা’কিস্তান নারী দল বনাম ইংল্যান্ড নারী দল।
১৯ অক্টোবর: দ্বিতীয় ওয়ানডে, পা’কিস্তান নারী দল বনাম ইংল্যান্ড নারী দল।
২১ অক্টোবর: তৃতীয় ওয়ানডে, পা’কিস্তান নারী দল বনাম ইংল্যান্ড নারী দল।