সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
বুধবার, ৭ জুন ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ইউকেতে এ লেভেল পরিক্ষায় সেরা মৌলভীবাজারের ছে’লে

বাংলাদেশী বংশদ্ভুত শিক্ষার্থী মোহাম্ম’দ তাহবীব চার বিষয়ে এ স্টার পেয়ে সেরা মেধাবীর তালিকায় স্থান পেয়েছে লন্ডনের কেন্ট শহরের ‘বাটন কোট গ্রামা’র স্কুল’ থেকে। ম্যাথস, হিস্ট্রি, ফিজিক্স ও ফারদার ম্যাথস বিষয়ে এ স্টার পায়।

সে লন্ডনের কেন্ট শহরের বাসিন্দা ব্যবসায়ী শাহীন রহমান ও লেখক, কবি, শিক্ষিকা নূরজাহান শিল্পীর ২য় পুত্র। চার ভাই বোনের মধ্যে তাহবীব দ্বিতীয়। সে মৌলভীবাজার সদর উপজে’লার কনকপুর গ্রামের ইস’রাইল মিয়ার নাতি।

তাহবীবের নানা মৌলভীবাজার পৌরসভা’র কাশীনাথ এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর।

তাহবীবের অসাধারণ ফলাফলের জন্য তাঁর পিতামাতা, আত্মীয় স্বজন ও স্কুলের শিক্ষকরা তাকে অ’ভিনন্দিত করেন। লন্ডনে ও মৌলভীবাজারে তার আত্মীয় স্বজন গর্বিত। তারা ভবিষ্যতে উচ্চতর ডিগ্রি অর্জনে তাহবীব এর সাফল্য কা’মনা করেছেন।

তাহবীব জানায়, তার এমন ফলাফলের পেছনে পিতামাতা ও স্কুলের শিক্ষকদের অবদান রয়েছে। ভবিষ্যতে লন্ডনের কিন্স ইউনির্ভাসিটি থেকে ইকোনমি নিয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করতে চায়। এজন্য সে সকলের কাছে দোয়াপ্রার্থী।

তাহবীবের গর্বিত মাতা স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ.কে এর নির্বাহী প্রধান ও বাংলাভাষী ডট কমের সাহিত্য সম্পাদক কবি নূরজাহান শিল্পী বলেন, সন্তানরা প্রতিনিয়ত আমাকে গর্বিত করে যাচ্ছে। তাহবীব ছোটবেলা থেকে চুপচাপ শান্ত স্বভাবের। সে নিজেই পড়াশুনায় সবসময় মনোনিবেশ থাকতো। আমি মনে হয় সেই সুভাগ্যময়ী মা, যে সন্তানকে বলতে হয়নি বাবা তুমি পড়তে বসো। উপরন্ত আমি বলেছি ঘুরাঘুরি করতে, টিভি দেখতে, গল্প করতে। কারণ অ’তিরিক্ত পড়ার চাপে চাইনি আমা’র ছে’লের ব্রেনে চাপ পড়ুক। তাঁর সন্তানের জন্য তিনি সকলের কাছে দোয়াপ্রার্থী।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: