cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ফ্রান্সের সানগাত্তে উপকূল থেকে শতাধিক অ’ভিবাসীকে উ’দ্ধার করেছে ফরাসি নৌবাহিনীর একটি টহল দল। বুধবার (১১ আগস্ট) ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যু’ক্তরাজ্য যাওয়ার পথে কয়েকটি নৌযান থেকে তাদের উ’দ্ধার করা হয়।
যু’ক্তরাজ্যের পক্ষ থেকে বলা হয়, গত সপ্তাহে এক দিনে রেকর্ড ৪৮২ অ’ভিবাসী ফ্রান্স থেকে যু’ক্তরাজ্যে এসেছেন। যার ফলে সেখানকার অ’ভিবাসীর সংখ্যা গত বছরের তুলনায় অনেক বেড়েছে।
ফ্রান্সের নৌ কর্মক’র্তারা বলছেন, বুধবার সানগাত্তে উপকূল এলাকায় ফ্রান্সের নৌ টহল দল একটি নৌযান থেকে সাত অ’ভিবাসীকে উ’দ্ধার করে। সে মুহূর্তে তারা বিপদগ্রস্ত ছিলেন। উ’দ্ধারের পর তাদের সবাইকে ডানকির্ক বন্দরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের স্থানীয় প্রশাসনের অধীনে রাখা হয়েছে। অন্য আরও তিনটি নৌযান থেকে ৩৭, ২৯ এবং ৩৫ জন অ’ভিবাসীকে উ’দ্ধার করা হয়।
বিশ্বের সবচেয়ে ব্যস্ত নৌপথের একটি ইংলিশ চ্যানেল। তীব্র স্রোত ও ঠান্ডা পানির কারণে এই চ্যানেলের বিষয়ে সতর্কতা জারির পরও অ’ভিবাসীদের মধ্যে ২০১৮ সালের শেষ দিক থেকে এই চ্যানেল ব্যবহার আশ’ঙ্কাজনকভাবে বেড়েছে।
যু’ক্তরাজ্যের প্রেস অ্যাসোসিয়েশন সংবাদ সংস্থার তথ্যমতে, গত মাসে যু’ক্তরাজ্যে অ’ভিবাসী এসেছেন ১০ হাজারের বেশি। ২০২০ সালে এ সংখ্যা ছিল সাড়ে ৮ হাজার।