cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ফেসবুক ও গুগলের পর বাংলাদেশে প্রথম বারের মতো ভ্যাট দিলো ইকমার্স জায়ান্ট আমাজন। বৃহস্পতিবার (১২ আগস্ট) ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে প্রতিষ্ঠানটি ৫৩ লাখ টাকা ভ্যাট জমা দিয়েছে।
প্রসঙ্গত, এর আগে গত ২৭ মে আমাজন ভ্যাট নিবন্ধন নেয়।
এ নিয়ে তিনটি বিদেশি জায়ান্ট কোম্পানি প্রথমবারের মতো ভ্যাট দেওয়া শুরু করলো। এর আগে গত সপ্তাহে সোয়া দুই কোটি টাকা ভ্যাট দিয়েছে প্রযুক্তি খাতের বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানি গুগল। গত মে ও জুন মাসে বাংলাদেশে তাদের ব্যবসা থেকে ২ কোটি ৩০ লাখ টাকা মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
গত মাসে আরেক টেক জায়ান্ট ফেসবুক প্রায় আড়াই কোটি ভ্যাট জমা দেয়। বাংলাদেশে ব্যবসা করে এমন নিবন্ধিত অনাবাসী প্রতিষ্ঠানের মধ্যে ফেসবুক প্রথম ভ্যাট রিটার্ন জমা দেয়।
গত ২৩ মে গুগল এশিয়া প্যাসিফিক লিমিটেড নামে সিঙ্গাপুরের ঠিকানা ব্যবহার করে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ভ্যাট নিবন্ধন নিয়েছে প্রতিষ্ঠানটি। সিঙ্গাপুরের সিটিব্যাংক (এনএ ব্যাংক) থেকে ভ্যাটের টাকা পাঠিয়েছে গুগল। মে মাসের ভ্যাট বাবদ ৫৫ লাখ ৫৬ হাজার ৭০৪ টাকা, আর জুন মাসের ভ্যাট বাবদ এক কোটি ৭৩ লাখ ৭৬ হাজার ৮৩২ টাকা দিয়েছে গুগল।
এর আগেও গুগল, ফেসবুকসহ অনাবাসী প্রতিষ্ঠানগুলো তাদের সেবার বিপরীতে ভ্যাট পরিশোধ করতো। ব্যাংকের মাধ্যমে তাদের পাওনা নেওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক কর্তৃপক্ষ ভ্যাট কেটে রাখতো। এতে ভ্যাট পাওয়া গেলেও কোন প্রতিষ্ঠান, কী ধরনের সেবা নিচ্ছে তা বোঝা যেতো না। প্রতিষ্ঠানগুলো ভ্যাটের নিবন্ধন নেওয়ার পর বিস্তারিত তথ্যসহ ভ্যাটের টাকা জমা দিচ্ছে। ফলে কোন প্রতিষ্ঠান কত টাকার সেবা বিক্রি করেছে, সেই তথ্যসহ যাবতীয় আয়-ব্যয়ের তথ্য থাকছে ভ্যাট কর্তৃপক্ষের কাছে।
এ পর্যন্ত চারটি অনাবাসী প্রতিষ্ঠান (যাদের এ দেশে ব্যবসা থাকলেও স্থায়ী কার্যালয় নেই) ভ্যাটের নিবন্ধন নিয়েছে। গুগল, ফেসবুক আমাজন ছাড়া অন্য প্রতিষ্ঠানটি হচ্ছে মাইক্রোসফট। গত ১ জুলাই মাইক্রোসফট ভ্যাট নিবন্ধন নিয়েছে। মাইক্রোসফট আগস্টে রিটার্ন দেওয়া শুরু করবে। সূত্র: বাংলা ট্রিবিউন