cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
কারাবাও কাপে বুধবার মোরক্যাম্বের মুখোমুখি হয়েছিল ইংলিশ ক্লাব ব্ল্যাকবার্ন রোভা’র্স। এ ম্যাচ চলাকালীন সময় মু’সলমান ধ’র্মাবলম্বীদের মাগরিবের নামাজ পড়ার সময় হয়। সে কথা মা’থায় রেখে আগে থেকেই আলাদা করে নামাজ পড়ার জায়গা দেয় ক্লাবটি। যার ফলে প্রশংসার জোয়ারে ভাসছে তারা।
ম্যাচের আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ বিষয়ে একটি পোস্ট করে ব্ল্যাকবার্ন রোভা’র্স। সেখানে লেখা হয়, মোরক্যাম্বের বিপক্ষে আজ রাতের খেলা দেখতে আসা যে কোনো মু’সলিম সম’র্থকের জন্য সুসংবাদ।
সেখানে আরও লেখা হয়, ম্যাচের দ্বিতীয়ার্ধে যারা মাগরিবের নামাজ আদায় করবেন, দয়া করে আপনার নিকটতম স্টুয়ার্ডকে জিজ্ঞাসা করুন। তিনি আপনাকে ব্ল্যাকবার্ন প্রান্তে এনে আমাদের প্রার্থনা কক্ষে নিয়ে যাবেন।
এ ম্যাচে অবশ্য প্রথমে এগিয়ে গিয়েও জিততে পারেনি ব্ল্যাকবার্ন। ২২ মিনিটে টাইরিস ডোলানের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ৫২ মিনিটে মোরক্যাম্বেকে সমতায় ফেরান স্ট’কটন। শেষদিকে ৮৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ফিলিপস। শেষ পর্যন্ত ২-১ গোলে পরাজয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।