cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
হবিগঞ্জের বাহুবল উপজে’লার মীরের পাড়া গ্রামের কুয়েত প্রবাসী শাহ ফয়সল। বছরখানে পূর্বে বিয়ে করেন শাহ উমাইয়াকে। বিয়ের পর তার পরিবারে আসবে নতুন অ’তিথি। এ নিয়ে ফয়সলের ব্যাপক উৎসাহ। সে পরিবারের সবাইকে জানিয়ে দেয় তার যদি মে’য়ে হয় তবে তার নাম রাখা হবে শাহ মায়মুনা। আর সন্তান যদি ছে’লে হয় তার নাম রাখা হবে শাহ আনাছ। সোমবার রাত পৌনে ১১টায় হবিগঞ্জ শহরের চাঁদের হাসি হাসপাতা’লে সিজারের মাধ্যমে তার প্রথম সন্তানের আগমন ঘটে পৃথিবীতে।
হাসপাতা’লের নামের মতই সুন্দর ফুটফুটে কণ্যা সন্তানের আগমনে পরিবারের সবার মাঝে বয়ে যাওয়ার কথা আনন্দের ব’ন্যা। কিন্তু না। পরিবারের সবার মাঝে দেখা যায় কা’ন্নার রোল। এই কা’ন্নার কারণ হল পৃথিবীতে আসা নতুন এই সদস্যের আগমনে যার সবছেয়ে বেশী খুশি হওয়ার কথা সেই শাহ ফয়সলকে এক মাসে পূর্বে নি’র্মমভাবে হ’ত্যা করে খু’নিরা। দিনদুপুরে প্রকাশ্যে খু’নিরা শাহ ফয়সলকে হ’ত্যা করলেও গ্রে’প্তার হচ্ছে না কোন আসামী। উপরোন্ত সন্তানের আগমনের দিনে মিথ্যা ঘটনা সাজিয়ে শাহ ফয়সল এর পরিবারের সদস্যদের বি’রুদ্ধে আ’দালতে মা’মলা দায়ের করেছে খু’নিদের পক্ষ থেকে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ জুলাই বাহুবল উপজে’লার পুটিজুরী ইউনিয়নের মীরের পাড়া গ্রামের শাহ মোজাম্মিল হোসেন ময়না মিয়ার ছে’লে কুয়েত প্রবাসী শাহ ফয়সলকে কু’পিয়ে হ’ত্যা করে একই গ্রামের কাতার প্রবাসী মোতাহির মিয়া ও তার লোকজন। এ ব্যাপারে ফয়সলের ছোট ভাই শাহ মিল্লাত হোসেন ফারহান বাদী হয়ে ৭জনের নাম উল্লেখ করে অ’জ্ঞাত ৪/৫জনকে আসামী করে বাহুবল থা’নায় হ’ত্যা মা’মলা দায়ের করেন। মা’মলা দায়েরের পর ৪ নং আসামী আপ্তাব উদ্দিনকে গ্রে’প্তার করলে বিজ্ঞ আ’দালত তাকে ১দিনের রি’মান্ড মঞ্জুর করে। কিন্তু মা’মলার আর কোন আসামীকে গ্রে’প্তার করেনি পু’লিশ।
কিছুদিন পূর্বে প্রতিপক্ষকে ঘায়েল করতে আসামীদের পরিবারের লোকজন নিজেদের ঘরেই আ’গুন লাগিয়ে থা’নায় মা’মলা দায়েরের চেষ্টা করে। কিন্তু পু’লিশ এসে ঘটনার সত্যতা না পেয়ে কোন মা’মলা নেয়নি। পরে নি’হত শাহ ফয়সল এর স্বজনদের বি’রুদ্ধে সোমবার আ’দালতে লুটপাটের মা’মলা দায়ের করে পূর্বজয়পুর গ্রামের আশিক মিয়ার স্ত্রী’ লুৎফা আক্তার। ১৪ জনের নাম উল্লেখপূর্বক অ’জ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামী করে আ’দালতে মা’মলা দায়ের করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রদান মা’মলা’টি এফআইএর গণ্যে রুজু করার জন্য বাহুবল থা’নার ওসিকে নির্দেশ দেন।
নি’হত শাহ ফয়সল এর ভাই ও হ’ত্যা মা’মলার বাদী শাহ মিল্লাত হোসেন ফারহান বলেন, আমা’র ভাই আজ দুনিয়ায় নেই। হ’ত্যাকারীদেরকে গ্রে’প্তার করা হচ্ছে না। নি’র্মম হ’ত্যার শিকার হওয়া সেই ভাইয়ের পরিবারের সন্তানের আগমনে আম’রা খুশি হওয়ার কথা। কিন্তু যেদিন সেই সন্তানের আগমন হল সেদিনই আমাদের বি’রুদ্ধে খু’নিরা নিজেরা ঘটনা সাজিয়ে আমাদের বি’রুদ্ধে মিথ্যা মা’মলা দায়ের করেছে। কিভাবে আম’রা আনন্দিত হই। শাহ ফয়সলের দেয়া নামেই তার সন্তানের নাম শাহ মায়মুনা করা হয়েছে বলে তিনি জানান। তিনি মিথ্যা মা’মলায় যাতে তাদেরকে হয়রানী না করা হয় এবং প্রবাসী শাহ ফয়সলের খু’নীদেরকে আইনের আওতায় আনা হয় তার জন্য পু’লিশ প্রশাসনের সৃদৃষ্টি কা’মনা করেন।
বাহুবল মডেল থা’নার ওসি (ত’দন্ত) আলমগীর কবির বলেন, তারা খু’নিদেরকে ধ’রার জন্য চেষ্টা করছেন। তিনি নিজেসহ বাহুবল নবীগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পু’লিশ সুপার আবুল খায়ের ও ওসি কা’ম’রুজ্জামান লুটপাটের বিষয়টির প্রাথমিক ত’দন্ত করেছেন। এখনও কে করেছে তা বলা যাচ্ছে না।