সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
রবিবার, ২৮ মে ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

নতুন চমক! আবার নতুন প্রস্তাব নিয়ে মেসির কাছে বার্সেলোনা!

বার্সা অধ্যায় শেষ করে কা’ন্নাকাটি আর আবেগে সব ভাসিয়ে নতুন ক্লাবের হয়ে জীবন শুরু করতে যাওয়া লিওনেল মেসি কোথায়? সোমবারই বার্সেলোনা ছেড়ে প্যারিসে চলে আসবেন বলে খবর জানা গেল। মঙ্গলবার (১০ আগস্ট) তাঁর শারীরিক পরীক্ষার পর আজই প্যারিসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসার কথা ছিল। কিন্তু এবার জানা গেল আরেক খবর। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মেসি এখনও বার্সেলোনাতেই আছেন। কবে প্যারিসে আসবেন, তা এখনও ঠিক করেননি। এদিকে আর্জেন্টিনা ও স্পেনের কিছু সংবাদমাধ্যমের খবর, মেসিকে দলে রাখার জন্য নাকি শেষ একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে বার্সেলোনা। মেসিকে নাকি দেওয়া হয়েছে নতুন চুক্তির প্রস্তাব।

স্প্যানিশ এক টিভি চ্যানেল বেতেভে জানিয়েছে, মেসিকে আ’ট’কে রাখার জন্য শেষ এক চেষ্টা চালিয়ে যাচ্ছে কাতালান ক্লাবটি। বার্সেলোনার নতুন প্রধান নির্বাহী ফেরান রেভেরতার এ প্রস্তাব নিয়ে গেছেন মেসির কাছে। তাদের সাংবাদিক মা’র্ক মা’র্বা প্রাৎস বের করেছেন এ খবর। প্রাৎসের সূত্র ধরে আরও জানা গেছে, বার্সায় থেকে যাওয়ার সম্ভাবনা একেবারেই শেষ হয়ে যায়নি মেসির।

এদিকে আরেক স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের সাংবাদিক তোনি হুয়ানমা’র্তি এবং আলবার্ত রোগে জানিয়েছেন, সংবাদ সম্মেলন করে বিদায় নেওয়ার পর আবারও মেসিকে দলে রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বার্সেলোনা। চ’মকের ব্যাপার হলো, মেসিকে দলে রাখার জন্য সর্বশেষ এ প্রস্তাব নিয়ে যিনি গেছেন, সেই ফেরান রেভেরতারই বার্সা সভাপতি হোয়ান লাপোর্তাকে কিছুদিন আগে পরাম’র্শ দিয়েছিলেন মেসির সঙ্গে চুক্তি নবায়ন না করার জন্য। হুয়ানমা’র্তি আরও জানিয়েছেন, মেসির বাড়িতে এ প্রস্তাব নিয়ে যাওয়া হয়েছে নাকি স্থানীয় সময় রাত দুইটায়!

খবর যদি সত্যি হয়, তাহলে নিঃস’ন্দেহে বার্সার ইতিহাসে আরেকটা মাইলফলক হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো। যদিও প্রাৎস ও লা পোর্তেরিয়ার এ সংবাদ আদৌ সত্য কি না, সেটা জানার জন্য মেসি ও ক্লাবের বেশ কিছু সূত্রের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে মুন্দো দেপোর্তিভো, কিন্তু কোনো আশাব্যঞ্জক সাড়া পায়নি।

এদিকে স্পোর্ত, বেতেভের এই খবরকে সম’র্থন করেছে আর্জেন্টিনার বেশ কিছু সংবাদমাধ্যম। ইএসপিএন আর্জেন্টিনার সাংবাদিক সেবাস্তিয়েন ভিনিয়োলো এর মধ্যেই এই খবরের ওপর ভিত্তি করে আলোচনা অনুষ্ঠান আয়োজন করেছেন। এই ভিনিয়োলো মেসির খুব কাছে মানুষ হিসেবে আর্জেন্টিনায় পরিচিত। টিওয়াইসি স্পোর্ত, ওলে, মুন্দো আলবিসেলেস্তের মতো সংবাদমাধ্যমও বেশ ফলাও করে খবরটা প্রচার করেছে। যদিও সবার মুখেই এক কথা, প্রস্তাবে মেসি রাজি হবেন কি না, সে আলোচনা বহুদূর, তবে বার্সেলোনা যে ফেরান রেভেরতারের মাধ্যমে নতুন এ প্রস্তাব নিয়ে মেসির কাছে গেছে, এটা সত্যি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: