cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
বার্সেলোনা ছাড়ার পর ফরাসি জায়ান্ট ক্লাব পিএসজিতে যোগ দেবেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি- এটাই বিশ্বা’স সবার। কিন্তু হুট করেই ঘুরেছে মোড়। এবার মেসির পথের কাঁ’টা হয়ে দাঁড়িয়েছে তার সাবেক ক্লাবটিই। ফলে ছয়বারের ব্যালন ডি’অর জয়ীর পিএসজিতে যোগ দেয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।
মূলত বেতন বিলের বোঝার কারণেই অনিচ্ছার থাকার পরও মেসিকে ছেড়ে দিয়েছে বার্সেলোনা। তবে যে সমস্যার কারণে সময়ের অন্যতম সেরা তারকাকে ছাড়তে হলো সেই সমস্যা থাকার পরও এই আর্জেন্টাইন তারকাকে নিতে চাইছে পিএসজি। সেটা হতে দিতে নারাজ বার্সা। গণমাধ্যমগুলো সম্প্রতি এমন তথ্যই প্রকাশ করছে।
স্প্যানিশ সংবাদপত্র মা’র্কার তথ্য মতে, পিএসজি যেন মেসিকে সই না করাতে পারে সেজন্য ইউরোপিয়ান কমিশনের কোর্ট অব আপিলের কাছে বার্সেলোনার বোর্ডক’র্তাদের পক্ষ থেকে হুয়ান ব্রাঙ্কো এ অ’ভিযোগ করেছেন।
ব্রাঙ্কোর যু’ক্তি, আর্থিক সংগতি নীতির (এফএফপি) কথা মা’থায় রাখলে পিএসজির অবস্থা বার্সেলোনার চেয়েও খা’রাপ। আনুষ্ঠানিক বিবৃতিতে ব্রাঙ্কো জানিয়েছেন, ‘২০১৯-২০ মৌসুমে পিএসজি তাদের উপার্জনের ৯৯ শতাংশ ব্যয় করেছে খেলোয়াড়দের বেতন দেওয়ার জন্য, বার্সার ক্ষেত্রে যে অনুপাত ছিল ৫৪ শতাংশ।’
ব্রাঙ্কোর মূল কথা হচ্ছে, যেখানে ৫৪ শতাংশ ব্যয় নিয়ে লিওনেল মেসি বার্সা ধরে রাখতে পারছে না, সেখানে ৯৯ শতাংশ ব্যয়ভা’র বহন করে পিএসজির পক্ষে সেটা কিভাবে সম্ভব।
উল্লেখ্য, ছোট্ট একটা বিবৃতি দিয়ে মেসির বিদায়ের কথা জানিয়ে দেয় ফুটবল ক্লাব বার্সেলোনা। ৯৯ শব্দের ওই বিবৃতির মাধ্যমেই ২১ বছরের স’ম্পর্কের ইতি ঘটেছে। এক সময়ে বলা হতো মেসি ও বার্সা একই আত্মা। সেই একই আত্মা আলাদা হয়েছে। এরপর রবিবারে বার্সা থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেয় মেসি।
৮১০টি ম্যাচে ৬৮৩ গোল, ১০টি লা লিগা খেতাব, ৭টি কো’পা ডেল রে, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতার রেকর্ড অ’তীত হয়ে গেল। এই পরিসংখ্যান আর এগোবে না। লিয়োনেল মেসিকে আর খেলতে দেখা যাবে না বার্সেলোনার হয়ে