cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
২৫৭ জন অ’ভিবাসীকে নিয়ে একটি উ’দ্ধারকারী জাহাজ ইতালির ত্রাপানি বন্দরে নোঙর করেছে। তিউনিসিয়া উপকূলের কাছাকাছি সাগর থেকে এসব অ’ভিবাসীকে উ’দ্ধারের প্রায় এক সপ্তাহ পর জাহাজটি নোঙর করলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, জাহাজটিতে ম’রক্কো, বাংলাদেশ, মিসর ও সিরিয়ার অ’ভিবাসীরা রয়েছেন।
খবরে বলা হয়েছে, জার্মান সংস্থা সী ওয়াচ পরিচালিত জাহাজটি যখন ইতালির বন্দরে নোঙর করে তখন অ’ভিবাসীরা হাততালি দেন। জাহাজটির ডেকে থাকা এক ব্যক্তি ‘ইতালি ভালো’ লেখা একটি প্ল্যাকার্ড তুলে ধরেন।
এক প্রত্যক্ষদর্শী জানান, কোয়ারেন্টিন জাহাজে নেওয়ার আগে অ’ভিবাসীদের করো’না পরীক্ষা করা হয়। এই জাহাজটিতে তাদেরকে দুই সপ্তাহ সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অবস্থান করতে হবে।
ইউরোপীয় দাতব্য সংস্থা এসওএস মেডিটেরিয়ান পরিচালিত দুই উ’দ্ধারকারী জাহাজ সী ওয়াচ এবং ওশেন ভাইকিংস গত রবিবার একটি কাঠের নৌযান থেকে ৩৯৪ জন অ’ভিবাসীকে উ’দ্ধার করে। এরপর থেকে অ’ভিবাসীদের নামিয়ে দেওয়ার জন্য অ’পেক্ষায় ছিল জাহাজ দুটি। ওশেন ভাইকিংস এখনও সাগরে রয়েছে।
উষ্ণ আবহাওয়ার কারণে লিবিয়া ও তিউনিসিয়া হতে ইতালিতে প্রবেশের জন্য অ’ভিবাসীদের নৌকার চলাচল সম্প্রতি বেড়েছে। জাতিসংঘের অ’ভিবাসন সংস্থা আইওএম-এর তথ্য অনুসারে, এই বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছাতে গিয়ে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সহস্রাধিক মানুষ প্রা’ণ দিয়েছেন।