সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
বুধবার, ৭ জুন ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

দোয়ারাবাজারে স্ত্রীকে তালাক শ্যালিকাকে বিয়ে!

পর’কী’য়ার প্রে’মের টানে স্ত্রী’কে তালাক দিয়ে শ্যালিকাকে বিয়ে করার চেষ্টা করছেন দুলাভাই। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজে’লার দোহালিয়া ইউনিয়নের শি’বপুর গ্রামে।

জানা গেছে, শি’বপুর গ্রামের মৃ’ত শামছু উদ্দিনের ছে’লে কুয়েত প্রবাসী হাফিজ মা’ওলানা রাশিদ আহম’দ নয় বছর আগে কোম্পানিগঞ্জ উপজে’লার ইছাকলস গ্রামের হারুন অর রশিদের মে’য়ে সপ্না বেগম (৩৫) বিয়ে করেন। তাদের সংসারে দুই মে’য়ে সন্তান রয়েছে।

বিয়ের নয় বছর পর আপন শ্যালিকা আকলিমা বেগম (২১) সঙ্গে দুলাভাই হাফিজ মা’ওলানা রাশিদ আহম’দ পর’কী’য়া স’ম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন ধরে তাদের এ স’ম্পর্ক গো’পন থাকলেও একপর্যায়ে তা আর গো’পন থাকেনি। গত ঈদুল আযহার আগে বড় বোন স্বপ্না বেগমের বাড়িতে বেড়াতে আসেন আখলিমা বেগম। আকলিমা বেগমের বিয়ে টিক করার কথা শুনে তিনি কুয়েত প্রবাসী দুলাভাইর বাড়ি থেকে বাবার বাড়ি যাইতে ইচ্ছুক না।

আজ ১৫ দিন বিভিন্ন জায়গায় সালিস বসেও সমাধান হয়নি। স্ত্রী’ থাকতে তার আপন বোনকে বিয়ে করা নিয়ে শুরু হয় বিপত্তি। গত (৬ আগস্ট) গ্রাম্য য়েকজন মাতব্বরের পরাম’র্শের বিকালে সালিশ বৈঠক বসে হাফিজ মা’ওলানা রাশিদ আহম’দের বাড়িতে। সন্ধ্যা পর্যন্ত চলে এ সালিশ বৈঠক। সিদ্ধান্ত হয় শ্যালিকাকে বিয়ে করতে হলে স্ত্রী’কে তালাক দিতে হবে।

এরপর হাফিজ মা’ওলানা রাশিদ আহম’দ দীর্ঘদিনের সংসার জীবন ও সন্তানের ভালবাসা ত্যাগ করে স্ত্রী’ স্বপ্না বেগমকে তালাক দেওয়া সিদ্ধান্ত গ্রহন করেন।

এ বিষয়ে জানতে চাইলে দোহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু বলেন আমি বিষয়টিতে অবগত আছি। আমি মে’য়ের মাকে বলেছি থা’নায় অ’ভিযোগ করার জন্য।

দোয়ারাবাজার থা’না ইনচার্জ দেবদুলাল ধর বলেন অ’ভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পু’লিশ পাঠিয়ে ছিলাম সে বাড়িতে ফিরতে চায় না প্রাপ্তবয়স্ক হাওয়ায় আম’রা তার মতের বি’রুদ্ধে কিছু করতে পারছি না।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: