সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
মঙ্গলবার, ৬ জুন ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ফ্রান্সে স্বামীর বন্ধুর সাথে পর’কিয়ায় লিপ্ত প্রবাসী বাংলাদেশীর স্ত্রী’, ধ’রা পড়ে স্বামীর হাতে খু.ন

ফ্রান্সে পর’কী’য়ার কারণে বাংলাদেশী স্বামীর হাতে ৩ সন্তানের জননী স্ত্রী’ খু’ন হয়েছে । স্বামী এবং তার বন্ধু আ’হত । ফরাসি মিডিয়া Le Parisien. আজ ৫ আগস্ট বৃহস্পতিবার রিপোর্টে জানায় ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ২৬০ কিলোমিটার দক্ষিণপশ্চিমের La Fleche শহরের Rue du Rhin সড়ক সংলগ্ন ছবির এই এপার্টমেন্টে গত ৪ই আগস্ট বৃহস্পতিবার রাতে এই হ’ত্যাকা’ন্ড ঘটেছে ।

যা ফ্রান্সের প্রত্যেকটি মিডিয়ায় প্রকাশিত হয়েছে । ঘটনার বিবরণে BFMTV জানায় বৃহস্পতিবার সারাদিন কাজ করে স্বামী রাতে বাসায় আসে তখন তার মে’য়ে দরজা খুলে দেয় । ঘরে ঢুকে দেখে অন্য রুমে তার স্ত্রী’ অ’পর এক বাংলাদেশী যুবকের সাথে অবস্থায় অ’নৈতিক স’ম্পর্কে লিপ্ত । তখন বাংলাদেশী স্বামী রান্নাঘর থেকে ছু’রি নিয়ে এসে তাদের ৩ সন্তানের সামনেই স্ত্রী’কে অবস্থাতেই পর’কী’য়া প্রে’মিকের সামনে একের পর এক ছু’রিকাঘাত করতে থাকে ।

এতে ঘটনা স্থলেই র’ক্তাক্ত স্ত্রী’ নি’হত হয় । পরবর্তীতে স্বামী তারই বন্ধু এবং স্ত্রী’র পর’কী’য়া প্রে’মিককে ছু’রি দিয়ে আ’ঘাত করতে গেলে ২ বাংলাদেশীর মধ্যে মা’রামা’রি লেগে যায় । পরে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে ফ্রান্স পু’লিশ এসে তাদেরকে আ’হত অবস্থায় উ’দ্ধার করে । এবং নি’হত স্ত্রী’র লা’শ La Fleche হাসপাতা’লের ম’র্গে পাঠায় ।

ডাক্তার জানিয়েছে আ’হত ২ বাংলাদেশীর অবস্থা খুব বেশি গুরুতর নয় । এবিষয়ে আজ ৫ আগস্ট বৃহস্পতিবার সকালে ফ্রান্স পু’লিশ জানিয়েছে বাংলাদেশী এই দম্পতির ৩টি সন্তান রয়েছে যাদের বয়স যথাক্রমে ২, ৫ এবং ৮ বছর । এবিষয়ে ত’দন্তকারী কর্মক’র্তা ডেবিট ডাউলি বলে- এই ঘটনায় মা’মলা হয়েছে । ত’দন্ত চলমান । বাংলাদেশী এই দম্পতির ৩টি সন্তানকে ফ্রান্স সরকারের সেইফ হোমে রাখা হয়েছে । আইনগত প্রক্রিয়া শেষে সরকারি নির্দেশনায় নি’হত বাংলাদেশী স্ত্রী’র লা’শ হস্তান্তর বা দাফন করা হবে ।

উল্লেখ্য ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটিতে সম্প্রতি পর’কী’য়া , সংসার ভাঙ্গা, তালাক, ও স্বামী স্ত্রী’র মধ্যে অবিশ্বা’স স’ন্দেহ চরম আকার ধারণ করেছে ।

নি’হত বাংলাদেশী এই মহিলার দেশের বাড়ি কোথায় তা এখনও জানা যায়নি ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: