cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
হউজিং জালিয়াতির অ’ভিযোগ থেকে খালাস পাওয়ার পর আ’দালতে কেঁদেছেন লেবার দলীয় এমপি আপসানা বেগম। পপলার এন্ড লাইমহাউস সংসদীয় এলাকার এমপি আপসানা বেগমকে আ’দালতের জুরি বোর্ড নি’র্দোষ ঘোষণা করার সাথে সাথে তিনি আ’দালতের কাঠগড়ায় কা’ন্নায় ভেঙ্গে পড়েন। শুক্রবার আ’দালত এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর স্নেয়ার্সব্রুক ক্রাউন কোর্টের দর্শক গ্যালারিতে বসে থাকা দর্শকের একাংশ করতালি দিয়ে রায়কে স্বাগত জানান। এসময় বিচারক মিসেস হুইপল খুব দ্রুত আ’দালতে নীরবতা বজায় রাখতে নির্দেশ দেন।
কাউন্সিলে হউজিংয়ের আবেদনের সাথে স’ম্পর্কিত তথ্য কাউন্সিলের যথাযথ কর্তৃপক্ষকে সঠিক সময়ে জানাতে ব্যর্থতার তিনটি অ’ভিযোগে লন্ডনের স্নেয়ার্সব্রুক ক্রাউন কোর্টে চলতি সপ্তাহে বিচারের মুখোমুখি হন ৩১ বছর বয়সী অ’পসানা বেগম। ২০১৩ সালের জানুয়ারী থেকে ২০১৬ সালের মা’র্চ পর্যন্ত সময়ের মধ্যে তিন মেয়াদের হউজিং বিষয়ক তথ্য গো’পন রাখার অ’ভিযোগ করা হয় ব্রিটিশ-বাংলাদেশি এই এমপি’র বি’রুদ্ধে।
মা’মলার বাদী ছিল টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। কর্তৃপক্ষের অ’ভিযোগ ছিল, আপসানা বেগমকে সেই সময়ে ঘরের ব্যবস্থা করতে গিয়ে হউজিংয়ের তালিকায় থাকা অন্য আবেদনকারীকে বিকল্প স্থানে আবাসনের ব্যবস্থা করতে হয়েছিল। এই কাজে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ৬৩,৯২৮ পাউন্ড ব্যয় হয়েছিল।