cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
২০২০ ও ২০২১ সালে হিফজ সম্পন্ন করেছে এমন ৮ জন ছাত্রকে নিয়ে গ্রেজুয়েশন সিরেমনি অনুষ্ঠান করেছে পূর্ব লন্ডনের জামিয়াতুল উম্মা। এই প্রতিষ্ঠান থেকে এ পর্যন্ত ১০০ জনের বেশি ছাত্র হিফজ সম্পন্ন করে ব্রিটেনে প্রতিষ্ঠানে কর্ম’রত রয়েছেন। বর্তমানে প্রতিদিন ৮০ ছাত্র এই বিভাগে অধ্যয়ন করছে। হিফজ সম্পন্নের পাশাপাশি এই স্কুল থেকে বহু ছাত্র জিসিএসই থেকে ভালো ফলাফল করছে। সেরিমনি অনুষ্ঠানে শিক্ষক, ছাত্র ও তাদের অ’ভিভাবকগন উপস্থিত ছিলেন।
২১ জুলাই বুধবার পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী জামিয়াতুল উম্মা স্কুলে হিফজ শাখার ছাত্রদের গ্রেজুয়েশন সিরেমনি অনুষ্ঠিত হয়। করো’নার মহামা’রির কারনে গত বছর এই অনুষ্ঠান না হওয়ায় এবছর এক সাথে ৮জনকে পাড়ী প্রদান ও সার্টিফিকেট তুলে দেয়া হয়
অনুষ্ঠানে হিফজ বিভাগের অন্যান্য ছাত্র ও তাদের অ’ভিভাগন উপস্থিত ছিলেন। এসময় অনুষ্ঠানের অ’তিথিরা নতুন হাফিজদের ভবিষ্যত দিক নিদের্শনা দেন ভিন্ন ধ’র্মী সিরেমনি অনুষ্ঠানে নতুন হাফিজরা যখন কোরআন তেলায়াত করছিলেন তখন হলে পিনপতন নিরবতা নেমে আসে। যখন তাদের মা’থায় পাগড়ী দেয়া হয় তখন আনন্দ অশ্রু আসে অ’ভিভাবকদের, আনন্দে আত্মহারা হয়ে যান শিক্ষার্থীরা। আবার যখন হাফিজরা গ্রেজুয়েশন সিরেমনি শেষ করে মা-বাবাকে ফুল উপর দিচ্ছিলেন তখন অনন্য এক আবেগের পরিবেশ সৃষ্টি হয়। আল্লাহু আকবর ধ্বনিতে মুখরিত হয়ে উঠে পুরো হল
প্রতিষ্ঠানের শিক্ষক ফারুক হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অ’তিথি হিসেবে বক্তব্য রাখেন শায়খ হাফিজ আবু সাঈদ, বিশেষ অ’তিথির বক্তব্য রাখেন শায়খ আব্দুর রহমান মাদানী, শায়খ আবুল কা’মাল মওদুদ, হাফিজ কা’মাল আহম’দ, স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ওস্তাদ নজরুল ইস’লাম, , শায়খ নসির উদ্দিন। অনুষ্ঠানে তাদের ভবিষ্যত সফলতা কা’মনা করা হয়।
যারা হিফজ সম্পন্ন করেছে তারা হচ্ছেন মোহাম্ম’দ নাফিজ সাদাকাত, মোহাম্ম’দ তামিম আহম’দ, মাহদিদুর রহমান, মাহির হোসেন, মোহাম্ম’দ নাঈম আহম’দ, ইব্রাহিম কাওছার, তানিম নুরুলহক, আব্দুল্লাহ তাজ।