cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ধ’র্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মু’সলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব পবিত্র ঈদুল আজহা মঙ্গলবার সাদামাটাভাবে উদযাপিত হয়েছে ইতালিতে।
প্রতিবারের মত এবারও দেশটির জনবহুল এলাকা লারগো প্রেনেসতের খোলা মাঠে ঈদ উদযাপন করেছে বাংলাদেশিসহ অন্যান্যা অ’ভিবাসীরা।
ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে সাতটায়। পরে দ্বিতীয় জামাত সাড়ে আটটায় হয় পর্যায়েক্রমে মু’সল্লিদের উপস্থিতির উপর নির্ভর করে জামাতের সংখ্যা বাড়ানো হয়।
তবে করো’না মহামা’রির কারণে এবারের ঈদেও তেমন কোনো আনন্দমুখর পরিবেশ দেখা যায়নি। এমনকি জামাত শেষে কেউ কারো সঙ্গে আলি’ঙ্গন করতে পারেননি বিধিনিষেধের কারণে। তাছাড়া মঙ্গলবার কর্ম’দিবস থাকায় অনেকেই ঈদের জামাত আদায় করতে পারেননি।
এদিকে প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণ ভাবে স্বাস্থ্যবিধি মেনে জামাতগুলো শেষ করা হয়। লারগো প্রেনেসতে ছাড়াও বাংলাদেশি ব্যবসায়ী কেন্দ্র পিয়াচ্ছা ভিত্তোরিও খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
এতে নামাজ আদায় করেন রোমে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর(শ্রমকল্যান) মো. এরফানুল হক। রাজধানী রোমের বড় ম’সজিদ ছাড়াও ইতালির ভেনিস, আনকোনা, মোদেনাসহ আরও অনেক স্থানে ঈদের জামাত আদায় করেছে প্রবাসী বাংলাদেশিরা।
জামাত শেষে প্রবাসি বাংলাদেশিরা জানায়,আম’রা ইতালিতে সেই আগের মত ঈদের আনন্দ অনুভব করতে পারিনা। করো’না আমাদের জীবনযাত্রকে সীমিত করে দিয়েছে। জামাত শেষে আলি’ঙ্গন করা যে আনন্দ সেটি আর হয়ে উঠছে না। করো’নামুক্ত পৃথিবী ফিরে না এলে আম’রা হা’রানো ঈদের আনন্দ আর ফিরে পাব না।
উল্লেখ্য, ঈদুল আজহায় বেশির ভাগ স্থানে দুটি করে জামাত অনুষ্ঠিত হয়েছে। আবার কোন কোন স্থানে তৃতীয় ও চতুর্থ জামাত হতে দেখা গেছে।