cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
বাংলাদেশী বংশোদ্ভূত ফারহানা আহম’দ বৃটেনে অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখেছে। সে বিশ্বখ্যাত লন্ডন ইউনিভা’র্সিটির স্বনামধন্য দ্যা সিটি ল স্কুল থেকে ল ডিগ্রী তথা এলএলবি (অনার্স) ডিগ্রীতে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছে। ডিগ্রীতে তার ওভা’রল গড়ে মা’র্কস ছিল ৭৬.৩%। কিছু সাবজেক্টে সে তার ইউনিভা’র্সিটির ল ডিপার্টমেন্টের অ’তীতের সব রেকর্ড ভঙ্গ করে সর্বোচ্চ মা’র্কস পেয়েছে।
ফারহানা আহম’দ এ বছর সেপ্টেম্বরে বার-এট-ল এবং এলএলএম-এ ভর্তি হবে। ইতিমধ্যে সে তিনটি বিশ্বখ্যাত প্রতিষ্ঠান থেকে বার-এট-ল কোর্স এবং একসাথে এলএলএম করার অফার পেয়েছে। একটি থেকে ফলাফল বের হবার আগেই আনকন্ডিশনাল অফার পেয়েছে। উল্লেখ্য, ফারহানার বড় বোন তাসনিয়া আহম’দ গত সপ্তাহে ইউনিভা’র্সিটি অব ওয়েস্টমিনস্টর থেকে সেকেন্ড ক্লাস ফার্স্ট ডিভিশন পেয়ে এলএলবি (অনার্স) ডিগ্রী লাভ করেছে।
লন্ডনে জন্ম নেয়া ফারহানা আহম’দের পৈত্রিক নিবাস বাংলাদেশের সিলেট জে’লার বিশ্বনাথ উপজে’লার দৌলতপুর ইউনিয়নের বাহাড়া দুবাগ গ্রামে। সে বিলেতের প্রতিথযশা আইনজীবী ও নিউহ্যাম কাউন্সিলের টানা তিন টার্মের সাবেক ডেপুটি স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার নাজির আহম’দ ও কবি মিসেস সালমা আহম’দের দ্বিতীয় সন্তান।