cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সুনামগঞ্জে অ’পহ’রণের ৮ দিন পেরিয়ে গেলেও অ’পহৃতা কলেজ ছা’ত্রীকে উ’দ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। কলেজ ছা’ত্রীর পরিবার থা’নায় সাধারণ ডায়েরি ও পরবর্তীতে অ’পহ’রণে সহায়তার অ’ভিযোগে তিনজনের বি’রুদ্ধে জে’লার তাহিরপুর থা’নায় মা’মলা দায়ের করা হয়েছে।
নারী ও শি’শু নি’র্যা’তন দমন আইন, অ’পহ’রণ করত সহায়তা করার অ’প’রাধে গত সোমবার থা’নায় ওই মা’মলা’টি দায়ের করা হয়।
মা’মলার সুত্রে জানা যায়, কলোনাকালীন সময়ে কলেজ বন্ধ থাকায় সুনামগঞ্জের গ্রামের বাড়িতে থাকা এক মেধাবী কলেজ ছা’ত্রীকে তাহিরপুর উপজে’লার ভোলাখালী গ্রামের বখাটে আরিফ হোসেন (১৯) নামে এক পিকআপ চালক প্রায়ই উত্যাক্ত করে আসছিলো।
বিষয়টি কলেজ ছা’ত্রীর পরিবারের পক্ষ থেকে বখাটের পরিবারের লোকজনকে একাধিকবার অবহিত করে বিচার চাওয়া হলেও তার বখাটেপনা থামেনি। বখাটে আরিফ তার কয়েক সহযোগী নিয়ে কি’শোর গ্যাংয়ের সহায়তায় গত ১৬ জুন দুপুরের দিকে অ’পহ’রণ করে নিয়ে যায়। দিনভর খোঁজ না পেযে আইনি সহায়তা পেতে ঘটনার রাতেই কলেজ ছা’ত্রীকে উ’দ্ধারে তাহিরপুর থা’নায় সাধারণ ডায়েরি (জিডি ) করা হয়।
এরপর তিনজনের নামল্লেখ করে কয়েকজনকে অ’জ্ঞাতনামা আ’সামি করে ২১ জুন থা’নায় অ’পহ’রণ মা’মলা দায়ের করেন কলেজ ছা’ত্রীর অবিভাবক।
মা’মলার ত’দন্তাকারী কর্মক’র্তা থা’নার এসআই মো. শাহাদাত জানান, প্রাথমিক ত’দন্তে অ’পহ’রণের সত্যতা পাওয়া গেছে এবং মা’মলায় এজাহার নামীয় আ’সামি উপজে’লার ভোলাখালী গ্রামের মৃ’ত রোশন আলীর ছে’লে পিকআপ চালক কফিল উদ্দিনকে সোমবার সকালে গ্রে’প্তার করা হয়েছে।
কলেজ ছা’ত্রীর বাবা-মা যুগান্তরকে জানান, এক সপ্তাহ পেরিয়ে গেলেও অ’পহ’রণকারী চক্রের কবল থেকে উ’দ্ধার না হওয়ায় আমা’র মে’য়েকে নিয়ে শ’ঙ্কায় আছি।
তাহিরপুর থা’নার ওসি মো. আব্দুল লতিফ তরফদার বলেন, ভিকটিম উ’দ্ধারে ও পলাতক আ’সামিদের গ্রে’প্তারে পু’লিশের তৎপরতা অব্যাহত রয়েছে।