সর্বশেষ আপডেট : ১৮ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৩ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

করোনা ভাইরাসে প্রায় ২৭০০ প্রবাসী বাংলাদেশির মৃত্যু

করোনা ভাইরাসে দেশের মাটিতে আক্রান্ত হয়ে মৃত্যু বাড়ার সঙ্গে বিদেশের মাটিতেও প্রবাসী বাংলাদেশিরা মারা যাচ্ছেন। করোনায় বর্তমানে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের প্রবাসীদের মৃত্যু কমে এলেও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রবাসীদের মৃত্যু বেড়েছে।

বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস, প্রবাসে কমিউনিটি ও আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী শনিবার (১৯ জুন) পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিদেশে অন্তত ২ হাজার ৬৯৫ জন বাংলাদেশি নাগরিক মৃত্যুবরণ করেছেন।

মৃত্যু বেশি সৌদি আরবে
সূত্র জানায়, বিশ্বের মধ্যে সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি বাংলাদেশি নাগরিক মৃত্যুবরণ করেছেন। শনিবার পর্যন্ত শুধু সৌদি আরবেই করোনায় মৃত্যু হয়েছে অন্তত ১ হাজার ১২৩ জন বাংলাদেশির।

মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশি নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি করোনা ভাইরাসের ঝুঁকির মুখে রয়েছেন সৌদি প্রবাসী বাংলাদেশিরা। সৌদি আরবে বেশ কয়েকজন বাংলাদেশি চিকিৎসকও করোনায় মারা গেছেন। আক্রান্ত হয়েছেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারাও।

এছাড়া সেখানে বেশ কিছু বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে
সৌদি আরবের পর সবচেয়ে বেশি প্রবাসী নাগরিক মারা গেছেন যুক্তরাষ্ট্রে। সেখানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ৪৪৫ বাংলাদেশি। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রে করোনায় সবচেয়ে বেশি প্রকোপ বেশি সংখ্যক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ বাহারাইনেও বাংলাদেশি প্রবাসীদের মৃত্যু হার অনেক বেড়েছে। সেখানে গত ১৮ জুন থেকে প্রবাসী বাংলাদেশিদের টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে ৪১২ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতে ২৬৫, কুয়েতে ১০৭, বাহরাইনে ৮১, ওমানে ৭০ জন, কাতারে ৪৫, ইতালিতে ৪৩, লেবাননে ৩০, দক্ষিণ আফ্রিকায় ৩০, কানাডায় ৯, সুইডেনে ৮, ফ্রান্সে ৭, স্পেনে ৭, বেলজিয়ামে ৩, সোয়াজিল্যান্ডে ৩, পর্তুগালে ২, লিবিয়ায় ১, গাম্বিয়ায় ১, ভারতে ১, মালদ্বীপে ১ ও কেনিয়ায় ১ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

সিঙ্গাপুরে প্রথম
সিঙ্গাপুরে প্রথম বাংলাদেশি প্রবাসীরা করোনা ভাইরাসে আক্রান্ত হন। সেখানে এ পর্যন্ত ৩০ হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিক করোনায় আক্রান্ত হয়েছেন। তবে কোনো বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া যায়নি। আর দেশের বাইরে প্রথম করোনায় বাংলাদেশির মৃত্যু হয় যুক্তরাষ্ট্রে।

প্রবাসে করোনায় মৃত্যুর বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা প্রবাসীদের সতর্কভাবে চলাফেরা করতে অনুরোধ জানিয়েছি। একই সাথে সকল প্রবাসীরা যেন টিকা পান, সে বিষয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রবাসীরা এক ঘরে গাদাগাদি করে অনেক বেশি লোক থাকে, সে জন্য তাদের ঝুঁকি বেশি বলেও জানিয়েছেন তিনি। সূত্র : বাংলানিউজ

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: