cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
মালয়েশিয়ায় বসবাসরত অ’বৈধ অ’ভিবাসীদের বৈধকরণের নামে বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে প্রতারণা ও বিভিন্ন ডকুমেন্টস জালিয়াতির দায়ে দুই বাংলাদেশিকে গ্রে’প্তার করেছে দেশটির ইমিগ্রেশন পু’লিশ।
কুয়ালালামপুর লেবুহ আম্পাং থেকে তাদের গ্রে’প্তার করা হয়। এ সময় পাসপোর্টসহ বিভিন্ন ডকুমেন্টসও উ’দ্ধার করে পু’লিশ।
শুক্রবার (১৮ জুন) সন্ধ্যায় এক প্রেস বি’জ্ঞপ্তিতে এসব তথ্য জানায় মালয়েশিয়ার অ’ভিবাসন বিভাগ। তবে গ্রে’প্তার ২ বাংলাদেশির ছবি প্রকাশ করলেও তাদের নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি।
দেশটির ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক খায়রুল দাযাইমি দাউদ বলেছেন, ১৫ জুন (জেআইএম) পুত্রজায়ার গোয়েন্দা ও বিশেষ অ’পারেশন বিভাগের এই অ’ভিযানে রিক্যালিব্রেশন (পুন:বৈধকরণ) সিন্ডিকে’টের মাস্টার মাইন্ড বাংলাদেশি ২ জনকে আ’ট’ক করা হয়েছে। এদের মধ্যে একজনের বয়স ৩৮ এবং অ’পরজনের বয়স ৫৩ বছর।
তারা অ’বৈধদের বৈধ করার বিভিন্ন প্রলো’ভন দেখিয়ে তাদের কাছ থেকে টাকাপয়সা ও পাসপোর্ট হাতিয়ে নিত। অথচ রিক্যালিব্রেশনের জন্য ইমিগ্রেশন বিভাগ কোনো এজেন্ট বা ভেন্ডর নিয়োগ করেনি।
এ অ’ভিযানের সময় পু’লিশ চারটি বাংলাদেশি পাসপোর্ট অনুলিপি, চারটি বাংলাদেশি ভ্রমণের নথি যা পুনরুদ্ধার কর্মসূচিতে ব্যবহার করা হয়েছিল বলে স’ন্দেহ করা হচ্ছে। এছাড়া বিভিন্ন রাজ্যের মালয়েশিয়ার ইমিগ্রেশন অফিসের কয়েক ডজন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট স্লিপ (এসটিও), পিকেপি মুভমেন্ট পারমিট ফর ক্রস-স্টেটের উদ্দেশ্যে বাংলাদেশ দূতাবাসের নথি এবং আটটি ব্যাংক কার্ড উ’দ্ধার করেছে।
গ্রে’প্তার ২ বাংলাদেশিকে দেশটির ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং পাসপোর্ট আইন ১৯৬৬-এর অধীনে গ্রে’প্তার দেখিয়ে রি’মান্ডে নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।