সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৪ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

দোয়ারাবাজারে পরকীয়ার জেরেই খু`ন হন নূর আলম

দোয়ারাবাজারে হোটেল ব্যবসায়ী নুর আলমকে (১৮) পর’কী’য়া প্রে’মের স’ম্পর্কের কারণেই হ’ত্যা করা হয়েছে। গ্রে’প্তার কা’ম’রুল ইস’লাম সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল আহম’দের আ’দালতে স্বীকারোক্তিমূলক ১৬৪ ধারায় জবানব’ন্দি দিয়েছে।

আ’সামি কা’ম’রুল ইস’লাম (২১) উপজে’লার লক্ষ্মীপুর ইউনিয়নের জিরারগাঁও গ্রামের গুলফত আলীর ছে’লে।

নূর আলম হ’ত্যা মা’মলায় গ্রে’প্তার হওয়া অ’পর আ’সামি একই ইউনিয়নের জিরারগাঁও গ্রামের আব্দুস সত্তারের ছে’লে সুজন মিয়া (৪০), তার স্ত্রী’ রুবিনা বেগম (২২), একই গ্রামের মমশর আলীর দুই ছে’লে ওসমান গনি(৩০) ও ওম’র গনির (২৫)রি’মান্ড চেয়ে রোববার বিকালে সুনামগঞ্জ আ’দালতে সোপর্দ করা হয়েছে।

নি’হত নূর আলম সুনামগঞ্জ সদর উপজে’লার রঙ্গারচর ইউনিয়নের দর্পগ্রামের নুরুল ইস’লামের ছে’লে। তিনি দোয়ারাবাজার উপজে’লার লক্ষ্মীপুর ইউনিয়নের পশ্চিম বাংলাবাজারে (লিয়াকতগঞ্জ) রেস্তোরা পরিচালনা করতেন। পরিবারসহ সেখানেই বসবাস করতেন তিনি।

এদিকে শনিবার সকালে ছাতক থা’না পু’লিশের সহায়তায় হ’ত্যাকা’ণ্ডে জ’ড়িত স’ন্দেহে কা’ম’রুল ইস’লামকে সিলেটের কদমতলী এবং অন্যদের উপজে’লার লক্ষ্মীপুর থেকে গ্রে’প্তার করা হয়।

কা’ম’রুল ইস’লাম আ’দালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানব’ন্দিতে জানায়, সুজন মিয়ার স্ত্রী’ রুবিনা বেগমের সঙ্গে নি’হত ব্যবসায়ী নুর আলমের দীর্ঘদিনের পর’কী’য়ার প্রে’মের স’ম্পর্ক ছিল। এরই জেরে বৃহস্পতিবার মধ্যরাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী নুর আলমকে দোকান থেকে ডেকে নিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আ’ঘাত করায় নুর আলম মৃ’ত্যুর কোলে ঢলে পড়ে। পরে মৃ’ত্যু নিশ্চিত জেনে গ্রামের পাশের একটি জমিতে তার লা’শ ফেলে দেয়া হয়।

খবর পেয়ে শুক্রবার নূর আলমের লা’শ উ’দ্ধার করে দোয়ারাবাজার পু’লিশ। এ ঘটনায় শনিবার তার বড় ভাই আব্দুল মজিদ বাদী হয়ে অ’জ্ঞাতনামা আ’সামি করে থা’নায় একটি হ’ত্যা মা’মলা দায়ের করেন।

দোয়ারাবাজার থা’নার নবনিযু’ক্ত ওসি দেবদুলাল ধর বলেন, হ’ত্যাকা’ণ্ডে জ’ড়িত অ’পর আ’সামিদের গ্রে’প্তারে আমাদের অ’ভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: