cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
মালয়েশিয়ার একটি বসতিতে অ’ভিযান চালিয়ে ১৫৬ জন অ’বৈধ অ’ভিবাসীকে আ’ট’ক করেছে দেশটির অ’ভিবাসন বিভাগ। মহাপরিচালক খায়রুল দিজাইমি দাউদ জানান রবিবার চালানো এই অ’ভিযানে মোট ২০২ জনকে আ’ট’ক করা হয়। চার থেকে ৫০ বছর বয়সী এসব অ’ভিবাসীর কাগজপত্র খতিয়ে দেখার পর ১৫৬ জনকে আ’ট’ক রাখা হয়েছে। এদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, পা’কিস্তান, মিয়ানমা’র এবং ভা’রতের নাগরিক রয়েছেন। মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
মালয়েশিয়ার অ’ভিবাসন বিভাগের মহাপরিচালক খায়রুল দিজাইমি দাউদ জানান, বৈধ কাগজপত্র না থাকায় ১৫৬ জনকে সোমবার পুত্রজায়ার অ’ভিবাসী আ’ট’ক কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকেই তাদের বি’রুদ্ধে পরবর্তী পদক্ষেপন নেওয়া হবে। আ’ট’ককৃতদের মধ্যে ইন্দোনেশিয়ার ৪২, বাংলাদেশের ৬২, নেপালের ২০, মিয়ানমা’রের ২৯, পা’কিস্তান ও ভা’রতের একজন করে নাগরিক রয়েছে।
মালয়েশিয়ার অ’ভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, অ’ভিযান চালানো বসতিতে বিদ্যুৎ ও পানির অ’বৈধ সরবরাহ নেওয়া হয়েছিলো। তিন মাস ধরে তথ্য সংগ্রহের পর পু’লিশ ও জাতীয় নিবন্ধন কর্তৃপক্ষের সহযোগিতায় এসব অ’ভিবাসীকে আ’ট’ক করা হয়।
অ’ভিযানের পর এক সংবাদ সম্মেলনে অ’ভিবাসন বিভাগের মহাপরিচালক খায়রুল দিজাইমি দাউদ বলেন, এই অ’বৈধ বসতি থেকে করো’নাভাই’রাস ছড়ানোর ঝুঁ’কি ছিলো।
পৃথক এক মন্তব্যে মালয়েশিয়ার অ’ভিবাসন বিভাগ কেবল অ’বৈধ অ’ভিবাসী ও বিদেশি শ্রমিকদের বি’রুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকে- নিয়োগকারীদের বি’রুদ্ধে নয় এমন অ’ভিযোগ উড়িয়ে দেন খাইরুল দিজাইমি। তিনি জানান, গত বছর ১৩০ জন নিয়োগকারীকে জ’রিমানা করা হয়েছে।