cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
প্রে’মের টানে সুদূর মা’র্কিন যু’ক্তরাষ্ট্র ছেড়ে এক আ’মেরিকান কৃষ্ণাঙ্গ নারী বাংলাদেশে ছুটে আসেন। তারপর পূর্ব পরিচিত বন্ধুকে বিয়ে করেন।
শনিবার (০৫ জুন) দুপুরে চাঁদপুর সদর উপজে’লার রালদিয়া গ্রামের প্রধানিয়া বাড়িতে এ বিয়ের আয়োজন হয়। তবে বিয়েতে শুধুমাত্র কনে একা থাকলেও বরের নিকটতম কয়েকজন স্বজন উপস্থিত ছিলেন।
গ্রামের বাড়িতে বিদেশি বউ। এমন দৃশ্য দেখতে শনিবার বিকেল থেকে প্রধানিয়া বাড়িতে শত শত নারী পুরুষ ভিড় করেন। অন্যদিকে, আ’মেরিকার নারীর সঙ্গে বিয়ে হলেও তাদের স’ম্পর্কের গোটা বিষয়টি গো’পন রাখতে চান বাংলাদেশি বর।
চাঁদপুর সদর উপজে’লার আশিকাটি ইউনিয়নের রালদিয়া গ্রাম। এই গ্রামের প্রধানিয়া বাড়িতে সম্পন্ন হয় ভিনদেশির নারীর সঙ্গে স্বদেশী বরের এই বিয়ে। আর কনের নাম হচ্ছে জোনস্ জিইনাবচন। বরের নাম শাহাদাত হোসেন। তিনি ওই গ্রামের সাথে মো. কা’মাল উদ্দিনের ছে’লে। খোঁজ নিয়ে জানাগেছে, এ দিন দুপুরে নিজ বাড়িতে সীমিত পরিসরে আত্মীয় স্বজন উপস্থিতিতে শাহাদাত হোসেন আ’মেরিকার নাগরিক তার প্রে’মিকা জোনস্ জিইনাবচনকে ইস’লামি শরিয়া মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
বিয়ে সম্পন্ন হওয়ার পর বর শাহাদাত হোসেন ও নববধূ জোনস্ জিইনাবচন প্রাথমিক এক প্রতিক্রিয়ায় বলেন, আমাদের ভালোবাসা বেশ কয়েক বছরের। তবে কিভাবে কখন কোথায় হলো। সেই গল্প আজ নয়, পরে একসময় জানাবো। সবশেষে আগামী দিনগুলো যেনো সুখের হয় তার জন্য তারা দোয়া প্রার্থনা করেন। এমন পরিস্থিতিতে তারা দুজন তাদের পেশা এবং কোন দেশে অবস্থান করছেন। তাও গোপন রাখেন।
আ’লোচিত এই বিয়ে স’ম্পর্কে আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন মাস্টার বলেন, বিয়েতে আমি যোগ দেইনি। তবে ঘটনাটির স’ম্পর্কে অবগত রয়েছি।
চাঁদপুর সদর মডেল থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, একজন বিদেশি নারীর সঙ্গে এমন বিয়ের আয়োজন। তবে বিষয়টি পু’লিশ কিংবা প্রশাসন অবগত নয়। তারপরও এই ব্যাপারে বিস্তারিত জানতে খোঁজ খবর নেওয়া হচ্ছে।