cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে নগদ টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তবে হাইকমিশনারসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অক্ষত আছেন।
বুধবার (২ জুন) স্থানীয় সময় দুপুর ২টার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে।
দূতাবাস সূত্রে জানা যায়, নিয়মিত অফিস চলাকালীন কয়েকজন ডাকাত দূতাবাসের সেবা গ্রহীতাদের ওয়েটিংয়রুমে ঢুকে পড়ে। সেখানে অপেক্ষারত প্রবাসীদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৩ হাজার রেন্ড (স্থানীয় মুদ্রা) এবং দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ডাকাতির ঘটনা বুঝতে পেরে এসময় দূতাবাস থেকে পুলিশে খবর দেয়া হয়। ঘটনাস্থলে পুলিশ এসে ডাকাতির আলামত সংগ্রহ করে। ডাকাতির ঘটনায় দূতাবাসের পক্ষ থেকে মামলা করা হয়েছে। পুরো ঘটনা লিখিত আকারে ডিজি এডমিনিস্ট্রেশন, ঢাকা এবং ডিজি আফ্রিকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাতদল দূতাবাসের মেইন ভবনে প্রবেশ করতে পারেনি। দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অক্ষত আছেন।
দেশটিতে দীর্ঘদিন বসবাসরত প্রবাসীরা জানান, এর আগে হাইকমিশনারের বাসভবন ‘বাংলাদেশ হাউজেও’ ডাকাতির ঘটনা ঘটেছিল। তারা বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় চুরি-ডাকাতির ঘটনা করোনাকালে বহুগুণ বেড়ে গেছে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য কঠোর ব্যবস্থা নেয়া উচিত।’