সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৭ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ভাসানচর থেকে পালানো ৩ শিশুসহ ১০ রোহিঙ্গা আটক

চট্টগ্রামের মীরসরাই উপজে’লার ইছাখালী ইউনিয়নের উপকূলীয় এলাকা থেকে ৩ দালাল ও ১০ রোহিঙ্গাকে (শি’শুসহ) আ’ট’ক করেছে জো’রারগঞ্জ থা’না পু’লিশ। তারা নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে দালালের মাধ্যমে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার জন্য পালিয়ে এসেছিল মীরসরাইয়ের উপকূলীয় এলাকায়।

রোববার দিবাগত মধ্যরাতে তাদের উপজে’লার ইছাখালী এলাকা থেকে আ’ট’ক করা হয়। রোহিঙ্গাদের পালাতে সাহায্য করা দালাল চক্রের তিন সদস্যকেও আ’ট’ক করা হয়েছে।

পু’লিশ জানায়, গত ২৯ মে রাতে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে দালালদের সাহায্য নিয়ে ইঞ্জিনচালিত বোটে সাগর পার হয়ে ৩ শি’শুসহ ১০ রোহিঙ্গা নারী-পুরুষ মীরসরাইয়ের ইছাখালী এসে অবস্থান নেয়। এ সময় খবর পেয়ে দালাল চক্রের ৩ সদস্যসহ রোহিঙ্গাদের আ’ট’ক করে জো’রারগঞ্জ থা’না পু’লিশ।

আ’ট’ক হওয়া দালাল চক্রের সদস্যরা হলো- নোয়াখালীর সুবর্ণচরের বেলাল হোসেন (২৮), একই এলাকার মো. জুয়েল (২০) ও সন্দীপ উপজে’লার দিদারুল আলম (২১)।

আ’ট’ক রোহিঙ্গারা হলো- নূরজাহান বেগম (২০), রেহানা আক্তার (১৯), আছিয়া বেগম (১৮), নূর খাইয়াছ (২৫), মিনারা বেগম (২০), মনিয়া বেগম (২০), কহিনা আক্তার (৩২), জিসান (১০), জান্নাতুল নাঈ’মা (৮) ও জেসমিন আক্তার (১২)।

মীরসরাইয়ের জো’রারগঞ্জ থা’নার পরিদর্শক (ত’দন্ত) হেলাল উদ্দিন চৌধুরী জানান, এসব রোহিঙ্গা দালাল চক্রের সাহায্যে সাগর পার হয়ে জো’রারগঞ্জের ইছাখালী ইউনিয়ন এলাকায় আসলে খবর পেয়ে তাদের আ’ট’ক করা হয়।

তিনি আরও জানান, দালাল চক্রের সদস্যরা জনপ্রতি ২০ হাজার টাকা নিয়ে তাদের মালয়েশিয়া পাঠাবে বলে মীরসরাই এলাকার উপকূলের চরশরত এলাকায় নৌকায় করে এনে হেঁটে হেঁটে আরেক এলাকায় নিয়ে যাচ্ছিল। দালাল চক্র আরেকটি চক্রের কাছে হস্তান্তরের প্রক্রিয়া করছিল। দালাল চক্রের বি’রুদ্ধে মানবপাচার আইনে ও রোহিঙ্গাদের বি’রুদ্ধে বৈদেশিক আইনে পৃথক দুইটি মা’মলা দায়ের করা হয়েছে।

প্রাপ্ত তথ্যে আরও জানা গেছে, ইতোমধ্যে আরও কিছু রোহিঙ্গা সমুদ্রপথে এভাবে পাড়ি দিয়েছে বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে। কিন্তু শেষপর্যন্ত কারো না কারো মাধ্যমে ধ’রা পড়ে যায় তারা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: