সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

নিউইয়র্কে স’ন্ত্রাসী হা’মলার শিকার বাংলাদেশী উবার চালক


নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশী উবার চালক মো. আসাদ উজ জামান রিপন স’ন্ত্রাসী হা’মলার শিকার হয়েছেন। তিনি পেশাগত দায়িত্ব পালনকালে গত রোববার গভীর রাতে দুর্বৃত্তদের হা’মলায় মা’রাত্মকভাবে জ’খম হন। হা’মলার পর তাকে ব্রঙ্কসের মান্টিফিউর হাসপাতা’লে ভর্তি করা হয়।

ভিকটিম আসাদ উজ জামান রিপন জানান, স্থানীয় সময় গত রোববার রাত প্রায় পৌনে ১২টার দিকে তিনি ব্রঙ্কসের ২০৭ স্ট্রিট এবং ডিকেটর এলাকায় অ’তর্কিত হা’মলার শিকার হন। যাত্রী পিকআপে যাওয়ার পথে ওই এলাকায় স্টপ সাইনে দাঁড়ানো অবস্থায় পেছন থেকে অন্য একটি তার গাড়িতে প্রচন্ডভাবে ধাক্কা মা’রে। তিনি তার গাড়ীর দরজা খুলে ক্ষয়-ক্ষতি হয়েছে কিনা দেখতে নামলে ধাক্কা মা’রা গাড়ি থেকে বলা হয় ’তোর গাড়ির কিছুই হয়নি’, তাড়াতাড়ি মোভ কর। এ সময় তিনি পু’লিশে কল করার কথা বলা মাত্রই তার চোকে-মুখে এলোপাতাড়ি কিল-ঘুষি মা’রেন দু’স’ন্ত্রাসী। র’ক্তাক্ত অবস্থায় তাকে ফেলে দিয়ে স’ন্ত্রাসীরা তাদের গাড়ি নিয়ে পালিয়ে যায়। এসময় আসাদ উজ জামান রিপন ৯১১ এ কল দিলে পু’লিশ সাথে সাথে এসে তাকে র’ক্তাক্ত অবস্থায় উ’দ্ধার করে ব্রঙ্কসের মান্টিফিউর হাসপাতা’লে নিয়ে যায়। হাসপাতা’লে চিকিৎসা শেষে তাকে সোমবার সকাল ৭টায় রিলিজ দেয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কেউ গ্রে’প্তার হয়নি বলে জানা গেছে।

আসাদ উজ জামান রিপন জানান, তিনি ২০১৪ সালে যু’ক্তরাষ্ট্র অ’ভিবাসী হন। বর্তমানে স্ত্রী’, ১ ছে’লে ও ১ মে’য়ে নিয়ে ব্রঙ্কসের ২৭৬১ ব্রিগস এভিনিউ এলাকায় বসবাস করছেন। তাদের দেশের বাড়ি নাটোরের শিংড়ায়। তিনি নিউইয়র্কের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত। বাসায় চিকিৎসাধীন আসাদ উজ জামান রিপন জানান, এমতাবস্থায় কাজে যেতে না পেরে স্ত্রী’, ১ ছে’লে ও ১ মে’য়ে নিয়ে তিনি আর্থিক সংকটে পতিত হয়েছেন।

এদিকে, এ হা’মলার খবর পেয়ে আসাদ উজ জামান রিপনের বাসায় ছুটে যান কমিউনিটির নেতারা। তার ওপর স’ন্ত্রাসী হা’মলার ঘটনায় ক্ষোভ, নিন্দা প্রকাশ ও হা’মলাকারীদের অবিলম্বে গ্রে’প্তারের দাবি জানিয়েছেন নিউইয়র্ক সিটি কাউন্সিলে আসন্ন ডেমোক্র্যাটিক প্রাই’মা’রী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ এর প্রার্থী মোহাম্ম’দ এন মজুম’দার, বৃহত্তর রাজশাহী সমিতির সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, বাংলাদেশী-আ’মেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি-ব্যান্ডস’র সাধারণ সম্পাদক মো. শামীম মিয়া ও জালালাবাদ এসোসিয়েশনের সহ সভাপতি মঞ্জুর চৌধুরী জগলুল। নেতৃবৃন্দ বলেন, এর আগেও নিউইয়র্কে স’ন্ত্রাসী হা’মলার শিকার হয়েছেন বেশ ক’জন প্রবাসী বাংলাদেশী। সকল স’ন্ত্রাসী ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: