cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
রাজনগরে করো’না আ’ক্রান্ত হয়ে ১২ ঘন্টার মধ্যে মা ও ছে’লের ম’র্মা’ন্তিক মৃ’ত্যু হয়েছে। গত ২৩ মে সকাল সাড়ে ৯ টায় ছে’লে সোহেল বক্স (৩২) সিলেটের একটি হাসপাতা’লে চিকিৎসাধীন অবস্থায় মা’রা যান। ওই দিন রাত সাড়ে ৮টায় সোহেলের মা দোল বাহার বেগম (৬২) স্ট্রোক করে মা’রা যান। তিনিও করো’না আ’ক্রান্ত ছিলেন। জানা যায়, ওই পরিবারে আরো ৩ জন আ’ক্রান্ত রয়েছেন। তাদের বাড়ি রাজনগর উপজে’লার সদর ইউনিয়নের পাঠানটুলা গ্রামে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত রমজান মাসের শেষের দিকে জ্বর-সর্দি, ডায়রিয়াসহ নানা উপসর্গ থাকা সত্ত্বেও সোহেল বকস (৩২) প্রথমে অবহেলায় চিকিৎসা নেননি। মে মাসের মাঝামাঝি তার শ্বা’সক’ষ্ট শুরু হলে ভর্তি করা হয় মৌলভীবাজারের একটি হাসপাতা’লে। গত ১৬ মে কোভিড টেস্টে তার পজেটিভ রিপোর্ট আসে। তবে এরই মধ্যে তার ফুসফুসের ৮০-৮৫ ভাগ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। পরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সিলেটে। সেখানে চিকিৎসার পর কোভিড টেস্টে তার নেগেটিভ আসে। এর দুয়েকদিনের মধ্যে পরিবারের অন্য সদস্যদের কোভিড টেস্ট করালে তার বাবা, মা, ভাই ও ভাবীর করো’না পজিটিভ রিপোর্ট আসে। গত ২২ মে শনিবার তার বাবা, মা, ভাই ও ভাবীর করো’না নেগেটিভ রিপোর্ট আসায় হাসপাতাল থেকে বাড়িতে চলে আসেন।
এদিকে সোহেলের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে সিলেটের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতা’লে লাইফ সা’পোর্টে রাখা হয়। গত ২৩ মে রোববার সকাল সাড়ে ৯ টার দিকে হাসপাতা’লে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন। সকল শ্রেণি পেশার মানুষের সাথে সুস’ম্পর্ক থাকায় তার মৃ’ত্যুর খবর ছড়িয়ে পরলে উপজে’লা জুড়ে শোকের ছায়া নেমে আসে। ওই দিন সন্ধ্যা ৬ টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সোহেল বকস রাজনগর বাজারের বকস মোটরস এর স্বত্ত্বাধিকারী ছিলেন।
এদিকে, রাত সাড়ে ৮টায় স্ট্রোক করে সোহেল বকসের করো’নাক্রান্ত মা দোলবাহার বেগম (৬২) মা’রা যান। একটি শোক সইবার আগেই আরেকটি শোকে পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন। ১২ ঘন্টার কম ব্যবধানে একই পরিবারের দুইজনের মৃ’ত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে রাজনগরের সব মহলে।
সোহেল বক্স ও তার মায়ের মৃ’ত্যুতে শোক প্রকাশ করেছেন রাজনগর উপজে’লা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহ’জাহান খান, উপজে’লা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত, সদর ইউপি চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ ছালেক, উপজে’লা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ হাকিম বক্স সুন্দর প্রমুখ।