cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ওমানে সড়ক দুর্ঘ’টনায় প্রা’ণ হারিয়েছেন চট্টগ্রামের ফটিকছড়ির প্রবাসী ব্যবসায়ী মো.নাছির উদ্দিন প্রকাশ মুন্সি (৪৭)। শুক্রবার (২১ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় মাস্কট সিটির পুরাতন বিমানবন্দর সংলগ্ন সুলতান কাবুজ সড়কে এই দুর্ঘ’টনা ঘটে। নি’হত নাসির উপজে’লার ফটিকছড়ি পৌরসভা’র মহদ্দীর বাড়ির মৃ’ত কবির আহম্ম’দের ছে’লে।
নি’হতের পরিবার সূত্রে জানা যায়, আত্মীয়দের সঙ্গে দেখা করে ট্যাক্সিতে করে বাসায় ফিরছিলেন নাসির। দ্রুতগতির ট্যাক্সিটি হাম’রিয়া থেকে রিসেলের দিকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে প্রা’ণ হারায় নাসির। এ ঘটনায় গাড়ির চালক ওমানি ও পা’কিস্তানি নাগরিকসহ মোট তিনজন প্রা’ণ হারান।
বিষয়টি নিশ্চিত করে নি’হতের ভাই প্রবাসী জাহাঙ্গীর বলেন, আমাদের ভাই সবজি মা’র্কে’টে ব্যবসা করতেন। বৃহস্পতিবার হামেরিয়াতে আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। শুক্রবার সারাদিন থেকে বাসায় ফেরার পথেই দুর্ঘ’টনার কবলে পড়েন তিনি। সকালে পু’লিশ বিষয়টি স্বজনদের জানায়। তার ম’রদেহ বর্তমানে কৌলা হাসপাতা’লে রয়েছে।
নি’হত নাসিরের ভাতিজা মহসিন জানান, নাসির এক ছে’লে ও দুই মে’য়ের জনক ছিলেন। বছরখানেক আগে তিনি দেশে এসেছিলেন।
এদিকে, বর্তমানে বাংলাদেশের সঙ্গে ওমানের ফ্লাইট চলাচল বন্ধ। ফলে তার ম’রদেহ দেশে আসতে দেরি হতে পারে বলে ওমানের বাংলাদেশ দূতাবাস সূত্র জানিয়েছে।