cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
গাজায় ইস’রায়েলি আগ্রাসনের বি’রুদ্ধে লেবাননে সমাবেশ করেছেন স্থানীয় ফিলি’স্তিনি নাগরিকরা। সমাবেশ থেকে ফাঁকা গু’লি ছুঁড়লে কুলসুম বেগম নামে এক বাংলাদেশি নারীকর্মীসহ কয়েকজন লেবানিজ গু’লিবিদ্ধ হন। গুরুতর আ’হত কুলসুম বেগম বৈরুতের রফিক হারিরি হাসপাতা’লে চিকিৎসাধীন রয়েছেন।
গত রোববার রাতে দেশটির সাঈদা জে’লা সংলগ্ন হারব এলাকায় এই ঘটনা ঘটে।
হাসপাতা’লে চিকিৎসাধীন কুলসুম বেগম জানান, ঘটনার দিন নিয়োগক’র্তার বাসায় কাজ শেষে নিজ রুমে ফিরছিলেন তিনি। পথে হারব বেকারির সামনে আসলে তিনি গু’লিবিদ্ধ হন। তার বুকের ওপর বাম পাশে গু’লি লাগে।
পরে স্থানীয় রেডক্রসের সহায়তায় সাঈদা জে’লার স্থানীয় একটি হাসপাতা’লে ভর্তি হন তিনি। সেখানে তার অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ বৈরুতের রফিক হারিরি হাসপাতা’লে কুলসুম বেগমের চিকিৎসার ব্যবস্থা করে। কর্তব্যরত চিকিৎসক জানান, বর্তমানে তিনি আশ’ঙ্কা’মুক্ত।
কুলসুম বেগম ২০১৯ সালে গৃহকর্মীর ভিসায় লেবাননে আসেন। গত ৩ মে তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু ফ্লাইট বিড়ম্বনার কারণে তার দেশে যাত্রা ব্যাহত হয়।
এদিকে লেবাননে বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব আব্দুল্লাহ আল সাফি হাসপাতা’লে গু’লিবিদ্ধ কুলসুম বেগমের সঙ্গে দেখা করে তার চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলেন।
কুলসুম বেগম নরসিংদী জে’লার পলা’শ উপজে’লার চরসুন্দর গ্রামের সুরুজ মিয়ার মে’য়ে।