cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সুনামগঞ্জের ছাতকে চাচাতো ভাইয়ের হা’মলায় গুরুতর আ’হত হাজি মোস্তফা আনোয়ার এনাম (৪০) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতা’লে মৃ’ত্যুবরণ করেছেন।
বৃহস্পতিবার (২০ মে) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মা’রা যান। মোস্তফা আনোয়ার এনাম পৌরসভা’র নোয়ারাই মহল্লার মৃ’ত মতিন মিয়ার পুত্র। হা’মলাকারী তার চাচাতো ভাই দবির মিয়া মৃ’ত নূর মিয়ার পুত্র।
জানা যায়- ঈদের আগের দিন গত ১৩ মে বৃহস্পতিবার ইফতারের পূর্ব মুহূর্তে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার ওপর হা’মলা চালায় আপন চাচাতো ভাই দবির ও তার স্ত্রী’সহ লোকজন। এতে তিনি গুরুতর আ’হত হলে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতা’লে ভর্তি করা হয়।সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এনামকে ঢাকায় রেফার করা হলে তাৎক্ষণিকভাবে কোনো এয়ার অ্যাম্বুলেন্স না পাওয়ায় নগরীর পার্কভিউ হাসপাতা’লে ভর্তি করা হয়। ভর্তির পর থেকেই তিনি হাসপাতা’লের আইসিইউতে ছিলেন ৭ দিন। এর মধ্যে কখনো তার জ্ঞান ফিরে আসেনি। পরে তাকে ফের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতা’লে নেওয়া হয়। বৃহস্পতিবার সেখানেই তার মৃ’ত্যু হয়।
ছাতক থা’নার ওসি নাজিম উদ্দিন তার মৃ’ত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।
মোস্তফা আনোয়ার এনামের ভাই মোস্তফা দেলোয়ার পারভেজ জানান- তার ব্যবসায়ী ভাই হাজি মোস্তফা আনোয়ার এনাম সিলেটে থাকেন। পরিবারের সকলের সাথে ঈদ উদযাপনের জন্য তিনি বাড়িতে এসেছিলেন। ঈদের আগের দিন ইফতারের পূর্বে ইফতারি ও বাজার নিয়ে ঘরে ফিরছিলেন। ঘরের পাশে আসলে চাচাতো ভাই দবির মিয়ার স্ত্রী’ লাভলী বেগম তার উপর নোংরা পানি ফেলে দেয়। এ নিয়ে দবির ও দবিরের স্ত্রী’র সাথে কথাকা’টাকাটি হয় এনামের। এ সময় দবির মিয়া ও তার স্ত্রী’ লাভলী বেগমসহ তাদের সহযোগীরা দা দিয়ে এলোপাতাড়ি কু’পিয়ে আ’হত করে হাজি মোস্তফা আনোয়ার এনামকে।
এ মা’মলার অন্যান্য আ’সামি দবির মিয়া, তার স্ত্রী’ লাভলী বেগম, শিহাব মিয়া, মিশু, শরীফ, জমির মোল্লা, শিউলী পলাতক রয়েছেন।