সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ খ্রীষ্টাব্দ | ১০ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ফিলিস্তিনের পতাকা উড়িয়ে সাহসের বার্তা আফ্রিদির

ফিলি’স্তিনে চলমান ইস’রায়েলি আগ্রাসন থামানোর জন্য শুরু থেকেই সরব ক্রীড়াঙ্গনের তারকারা। ক্রিকেটারদের মধ্যে রশিদ খান, হাশিম আমলা, কাগিসো রাবাদাসহ বাংলাদেশের মুশফিকুর রহীম, রুবেল হোসেনরাও নিজেদের সম’র্থন জানিয়েছেন ফিলি’স্তিনের প্রতি।

এবার এর সঙ্গে যোগ দিলেন পা’কিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। নিজের মে’য়েকে সঙ্গে নিয়ে ফিলি’স্তিনের পতাকা উড়িয়ে সাহসের বার্তা দিয়েছেন খেলোয়াড়ি জীবনে অন্যতম সেরা এই অলরাউন্ডার। টুইট বার্তায় জানিয়েছেন, ফিলি’স্তিনি শি’শুদের জন্য কাঁদে তার মন।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ফিলি’স্তিনের পতাকা ওড়ানোর ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘ফিলি’স্তিনের শি’শুরা, তোমাদের জন্য এই বার্তা। আম’রা তোমাদের থেকে অনেক দূরে আছি। কিন্তু আমাদের হৃদস্পন্দন তোমাদের সাথেই চলছে।’

নিজ দেশের ভাষায় লেখা এ টুইটবার্তায় সাহস জুগিয়ে তিনি জানান, বর্তমানের উদ্বেগপূর্ণ সময় পেরিয়ে শিগগিরই শান্তি পাবে ফিলি’স্তিন। আফ্রিদি যোগ করেন, ‘আমাদের বাবা ও তাদের বাবারও হৃদস্পন্দন ছিলো তোমাদের পূর্বপুরুষদের সঙ্গে। ক’ষ্ট, ভ’য়, উদ্বেগ- এসব সাময়িক। দুঃখের এই সময়টা চিরস্থায়ী নয়।’

উল্লেখ্য, গত ১০ মে থেকে গাজায় ব্যাপক বিমান ও ট্যাংক হা’মলা চালাচ্ছে ইস’রায়েল। তাদের হা’মলায় এ পর্যন্ত ২২০ জন ফিলি’স্তিনি প্রা’ণ হারিয়েছেন। এর মধ্যে ৬৩ শি’শু রয়েছে।

জাতিসংঘের হিসাবে, গাজায় ইস’রায়েলের অব্যাহত হা’মলায় ৫২ হাজারেরও বেশি ফিলি’স্তিনি ঘরহারা হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: