cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ফিলি’স্তিনে চলমান ইস’রায়েলি আগ্রাসন থামাতে শুরু থেকেই সরব বিশ্ব ফুটবল তারকারা। তারা বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজায় ইস’রায়েলের হা’মলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসছেন।
এরই ধারাবাহিকতায় এবার খেলা শেষে মাঠে ফিলি’স্তিনের পতাকা ওড়ালেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার পল পগবা ও আমাদ দায়ালো।
মৌসুমের শেষ হোম ম্যাচের খেলা শেষে খেলোয়াররা মাঠ প্রদক্ষিণ করার সময় ম্যানচেস্টারের এক ভক্ত পগবাকে এই পতাকাটি দেন। এরপর তিনি এবং আমাদ দায়ালো সেটি ওড়ান।
চলমান প্রিমিয়ার লিগে স্থানীয় সময় মঙ্গলবার (১৮ মে) ফুলহামের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলা’টি ১-১ গোলে ড্র হয়।
এর আগে এক টুইটে পগবা বলেছিলেন, ‘পৃথিবীর প্রয়োজন শান্তি ও ভালোবাসা। অ’তি দ্রুত সহায়তা পৌঁছাবে। সবাইকে একে অ’পরকে ভালোবাসতে হবে।’
ওই টুইটে ফিলি’স্তিনিদের জন্য দোয়াও চেয়েছেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী এই তারকা।