cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সাংবাদিক রোজিনা ইস’লামের রি’মান্ড নামঞ্কজুর করেছেন আ’দালত। তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার তাঁর জামিনের শুনানি হতে পারে।
আজ মঙ্গলবার বেলা ১১টার একটু পরে রোজিনা ইস’লামকে ঢাকার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আ’দালতে নেওয়া হয়। বিচারক তাঁর রি’মান্ড নামঞ্জুর করেন।
আ’দালতে শুনানি করেন প্রথম আলো নিয়োজিত রোজিনা ইস’লামের আইনজীবী এহসানুল হক সামাজি।
পু’লিশ সাংবাদিক রোজিনা ইস’লামকে পাঁচ দিনের রি’মান্ডে নেওয়ার আবেদন করে।
সকাল আটটার দিকে রোজিনা ইস’লামকে শাহবাগ থা’না থেকে আ’দালতে নেওয়া হয়। রোজিনা ইস’লামের স্বামী মনিরুল ইস’লাম সে সময় জানান, তাঁকে আ’দালতের হাজতখানায় রাখা হয়।
পেশাগত দায়িত্ব পালনের জন্য গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইস’লামকে সেখানে পাঁচ ঘণ্টার বেশি সময় আ’ট’কে রেখে হে’নস্তা করা হয়। একপর্যায়ে তিনি অ’সুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে আটটার দিকে পু’লিশ তাঁকে শাহবাগ থা’নায় নিয়ে যায়। রাত পৌনে ১২টার দিকে পু’লিশ জানায়, রোজিনা ইস’লামের বি’রুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মা’মলা হয়েছে। তাঁকে এই মা’মলায় গ্রে’প্তার দেখানো হয়েছে।
এই ঘটনার প্রতিবাদে সাংবাদিকেরা বিকেলে সচিবালয়ে এবং রাতে শাহবাগ থা’নার সামনে বি’ক্ষোভ করেন। এর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে), অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ দেশি-বিদেশি বিভিন্ন সংগঠন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন।