সর্বশেষ আপডেট : ১৭ ঘন্টা আগে
শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ঈদের দিনে সড়কে ঝড়লো ১০ প্রাণ

ঈদের দিনে সারা দেশে সড়ক দুর্ঘ’টনায় ১০ জন মা’রা গেছেন। শুক্রবার (১৪ মে) বগুড়ায় দুইজন, চট্টগ্রামে দুইজন, নড়াইলে একজন, ময়মনসিংহে দুইজন, খাগড়াছড়িতে একজন, কুড়িগ্রামে একজন ও কুমিল্লায় একজন মা’রা গেছেন।

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্গটনার বিষয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য মতে এসব দুর্ঘ’টনার বেশিরভাগই ছিল মোটরসাইকেলে।

চট্টগ্রাম

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ম’রিয়মনগর-রানীরহাট ডিসি রোডে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সং’ঘর্ষে দুই চালকই নি’হত হয়েছেন। নি’হতরা হলেন- রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নের ফুলবাগিছা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছে’লে রাহেদুল ইস’লাম ও একই উপজে’লার সৈয়দ বাড়ি গ্রামের বাসিন্দা মৃ’ত অ’তিথিরঞ্জন বড়ুয়ার ছে’লে উজ্জ্বল বড়ুয়া।

নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজে’লায় ঈদে ঘুরতে বের হয়ে এক তরুণ নি’হত হয়েছেন। এসময় আরও তিনজন আ’হত হন। নড়াইল-কালিয়া সড়কের পুরুলিয়া মোড়ে এ দুর্ঘ’টনা ঘটে। নি’হত ইবাদুল কালিয়া উপজে’লার পেড়লি ইউনিয়নের জাম’রিল ডাঙ্গা গ্রামের আলমগীর ভূইয়ার ছে’লে।

ময়মনসিংহ

ময়মনসিংহের ফুলপুরে ঈদের দিন ঘুরতে গিয়ে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই কি’শোর নি’হত হয়েছে। এ ঘটনায় আ’হত হয়েছে আরও এক কি’শোর। নি’হতরা হলো-সবুজ মিয়া (১৫) ও সৌরভ মিয়া (১৪)। তারা দুজনেই জে’লার তারাকান্দা উপজে’লার ধলিয়াকান্দা এলাকার বাসিন্দা।

খাগড়াছড়ি

খাগড়াছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় নাজমুল হোসেন নাঈম (১২) নামের এক কি’শোর নি’হত হয়েছে। দুপুরের দিকে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের ভাইবোনছড়া বাজারসংলগ্ন মায়াবিনী লেক রোডে এ দুর্ঘ’টনা ঘটে। নি’হত নাজমুল হোসেন নাঈম পানছড়ির উপজে’লা আওয়ামী লীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক মো. নাছির হোসেনের ছে’লে। সে পানছড়ি ইস’লামিয়া সিনিয়র মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

কুড়িগ্রাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামা’রীতে মোটরসাইকেলের ধাক্কায় মা’রা যান জামাল উদ্দিন (৬৩) নামের এক বৃদ্ধ। তিনি উপজে’লার জয়মনিরহাট ইউনিয়নের দক্ষিণ শিংঝাড় কানুরকুটি (ফকিরটারি) গ্রামের মৃ’ত শাহাবুদ্দিনের ছে’লে। শুক্রবার বিকেলের দিকে ভূরুঙ্গামা’রী-কুড়িগ্রাম মহাড়কের দেওয়ানের খামা’র গ্রামের আশা অফিসের পাশে এ ঘটনা ঘটে।

কুমিল্লা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘ’টনায় শেকু মিয়া (৩০) নামের এক শ্রমিকের মৃ’ত্যু হয়েছে। দুপুরে উপজে’লার নানকরা এলাকায় এ দুর্ঘ’টনা ঘটে। নি’হত শেকু মিয়া সুনামগঞ্জ জে’লার জামালগঞ্জ উপজে’লার শি’বপুর গ্রামের মো. গণি মিয়ার ছে’লে। তিনি উপজে’লার গোলপাশা ইউনিয়নের নারায়ণপুর এলাকায় খাদিজা ব্রিকফিন্ডের শ্রমিক ছিলেন।

বগুড়া

বগুড়ায় সড়ক দুর্ঘ’টনায় দুইজন নি’হত হয়েছেন। তারা হলেন-মিলন দাস (৩০) ও নুরুন্নবী (২৩)। নি’হত মিলন দাস বগুড়া পৌরসভা’র ১৪ নম্বর ওয়ার্ডে পুরান বগুড়া হিন্দু পাড়ার সখা দাসের ছে’লে। তিনি পেশায় সিএনজিচালিত অটোটেম্পু চালক ছিলেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের বারপুর এলাকায় এই দুর্ঘ’টনা ঘটে। এসময় রবিন (২৮) নামের অ’পর এক যুবক গুরুতর আ’হত হয়েছেন। একই দিন বিকেলে শাজাহানপুর উপজে’লায় প্রাইভেট’কার ও মোটরসাইকেলের মুখোমুখি সং’ঘর্ষে মা’রা যান কলেজছাত্র নুরুন্নবী। নি’হত নূরুন্নবী উপজে’লার সাজা’পুর কাগজীপাড়ার আশরাফ আলীর ছে’লে। তিনি বগুড়া আজিজুল বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: