সর্বশেষ আপডেট : ২২ ঘন্টা আগে
মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ২১ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ঈদের দিনেও ইস’রাইলের মুহুর্মুহু বো’মা বর্ষণ, ৮৩ ফিলি’স্তিনি নি’হত

ফিলি’স্তিনে ঈদুল ফিতরের দিনেও ইস’রায়েলি বো’মা’রু বিমানগুলো গাজা উপত্যকায় মুহুর্মুহু বো’মা হা’মলা অব্যাহত রেখেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, গত সোমবার (১০ মে) থেকে গাজায় ইস’রায়েলের বো’মা বর্ষণে এ পর্যন্ত নি’হত ফিলি’স্তিনির সংখ্যা বেড়ে ৮৩ জনে দাঁড়িয়েছে। নি’হতদের মধ্যে ১৭ শি’শু ও ৮ নারী রয়েছে। এ ছাড়া আ’হত হয়েছেন কমপক্ষে ৪৮০ জন।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ফিলি’স্তিনের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ মে) ভোরে গাজা উপত্যকার অধিবাসীরা যখন ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছিল, তখন থেকেই ইস’রায়েলি বিমানগুলো বো’মা বর্ষণ শুরু করে। এই হা’মলায় গাজা শহরের তেল আল-হাওয়া এলাকায় রিমা তেলবানী নামে এক অন্তঃসত্ত্বা নারী এবং তার শি’শু সন্তান নি’হত হয়েছে। এ ছাড়া গাজার শেখ জায়েদ এলাকার একটি আবাসিক ভবনে বো’মা হা’মলায় প্রবীণ এক দম্পতি ভবনটির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মা’রা যান।

এদিকে গাজা উপত্যকায় দফায় দফায় ইস’রায়েলি হা’মলার জবাবে রকেট ছুড়ে পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করছে হামাস। এসব রকেট গাজার পার্শ্ববর্তী আশকেলন ও আশদোদ শহর ছাড়াও কোনো কোনো রকেট ইস’রায়েলের রাজধানী তেল আবিবে গিয়েও আ’ঘাত হানছে।

এসব হা’মলায় অন্তত ৬ ইস’রায়েলি নি’হত হয়েছে। এর মধ্যে দুই নারী ও এক শি’শু রয়েছে।

ইস’রায়েলি সে’নাবাহিনী জানিয়েছে, ইস’রায়েলের বিভিন্ন লক্ষ্য করে হামাস অন্তত এক হাজার ৫০০ রকেট ছুড়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: