সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ফিলিস্তিনে একদিকে ঈদ অন্যদিকে মিনিটে ৩০ বিস্ফোরণ

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশেই মু’সলিম ধ’র্মাবলম্বীদের অন্যতম বড় ধ’র্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। তবে ফিলিস্থিনিদের এবার অন্যরকম ঈদ। করো’নার আবহের পাশাপাশি যু’দ্ধ, ধ্বংসযজ্ঞ আর ঘর-স্বজন হা’রানোর বেদনার মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে তাদের ঈদ। দেশটিতে হা’মলার তীব্রতা এত বেশি যে, প্রতিমিনিটে ৩০টি বি’স্ফোরণের শব্দ পাওয়া গেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, বিগত কয়েকদিনে গাজায় শতাধিক বিমান হা’মলা চালিয়েছে দখলদার ইস’রায়েল। বিগত কয়েকদিনে হা’মলার ব্যাপকতা এতই ছিল যে, ৬০ সেকেন্ডে ৩০টি বি’স্ফোরণের শব্দ শোনা গেছে। এমন পরিস্থিতিতে যেকোন সময় পূর্ণাঙ্গ যু’দ্ধের আশ’ঙ্কা করেছে জাতিসংঘ। গত দুই দিনের বিমান হা’মলায় ৫ নারী ও ১৬ শি’শুসহ ৬৫ জন ফিলি’স্তিনি নি’হত হয়েছেন। আ’হত হয়েছেন ৩৬৫ জন।

এদিকে জেরুজালেমের বিমান হা’মলার জবাবে ইস’রায়েল লক্ষ্য করে শতাধিক রকেট ছুঁড়েছে হামাস। ইস’রায়েল বলছে, হামাস ৬৩০টির বেশি রকেট ফায়ার করেছে। এরমধ্যে ২০০টি আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেমে আ’ট’কে যায়৷ অন্যদিকে ১৫০টি রকেট লক্ষ্যভ্রষ্ট হয়৷ হামাসের হা’মলায় ইস’রায়েলের সে’নাসদস্যসহ এ পর্যন্ত দেশটির ৬ জন নি’হতের খবর পাওয়া গেছে।

আল জাজিরার সাংবাদিক সাফওয়াত আল-কাহলৌত জানিয়েছেন, হা’মলা-পাল্টা হা’মলায় প্রায় পুরো গাজা জেগে আছে। বুধবার গভীর রাত পর্যন্তও চলে বো’মাবর্ষণ। কিছুক্ষণ পর পর বি’স্ফোরণের শব্দে কাঁপছে ভবনগুলো।

এমনই উৎকণ্ঠা উদ্বেগের মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে ফিলি’স্তিনিদের ঈদ। বৃহস্পতিবার সকালে ঈদুল ফিতর উদযাপনেও তাদের মনে অজানা এক আতঙ্ক আর আশ’ঙ্কা। বিশ্লেষকরা বলছেন, পূর্ণাঙ্গ একটি যু’দ্ধের দিকেই যাচ্ছে পরিস্থিতি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: