সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৪ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ওমানে পাসপোর্ট বিড়ম্বনায় ভোগান্তিতে বাংলাদেশিরা

নবায়নের জন্য দেয়া পাসপোর্ট সময় মতো না পেয়ে দিশেহারা ওমান প্রবাসী বাংলাদেশিরা। দিনদিন পাসপোর্ট ভোগান্তির সময়কাল হচ্ছে দীর্ঘ থেকে দীর্ঘতর। সাধারণ প্রবাসী কর্মীরা যথাসময়ে পাসপোর্ট ডেলিভা’রি না পেলে বৈধভাবে ওমানে থাকার রেসিডেন্ট কার্ড নবায়ন সম্ভব হয় না মাসের পর মাস, ফলে প্রতি মাসের লেট ফি বাবত গুনতে হচ্ছে বাংলাদেশি মুদ্রায় প্রায় নয় হাজার টাকা।

নিজের কাজকর্ম ফেলে কয়েকশো মাইল দূর থেকে দূতাবাসে এসে পাসপোর্ট না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন অনেকে। কেউ কেউ পাঁচ ছয়বার এসেও পাচ্ছেন না তার কাঙ্ক্ষিত পাসপোর্টটি। ফলে অনেককে হারাতে হচ্ছে বেঁচে থাকার অবলম্বন নিজের চাকুরিটাও। কেউ কেউ জরুরি প্রয়োজনেও করতে পারছেন না ট্রাভেলিং ।

এমনকি নিজের পরিবারের কারো মৃ’ত্যু হলেও পাসপোর্ট বিড়ম্বনায় থাকা প্রবাসীরা শেষ বারের মতো দেখতে পারছেনা নিজের আপনজনের প্রিয় মুখটি। প্রবাসীদের অ’ভিযোগ ক’র্তাবাবুদের চরম সেচ্ছাচারিতার শিকার তারা।

এ নিয়ে চরম উৎকণ্ঠায় থাকা প্রবাসীদের সিমাহীন ক’ষ্টের সঙ্গে একদিকে ক্ষোভ যেমন বাড়ছে, অন্যদিকে ব্যাপক চাপে রয়েছে বাংলাদেশ দূতাবাস ও সার্ভিস কেন্দ্রের দায়িত্বে থাকা মানি এক্সচেঞ্জগুলো। তাছাড়া দূতাবাস ও সরকার স’ম্পর্কেও তৈরি হচ্ছে নেতিবাচক ধারণা।

বিদেশে এমন অ’পেশাদার দায়িত্বহীন আচরণে ফুঁসে উঠেছেন প্রবাসী কর্মীরা। তারা বলছেন, সময় মতো পাসপোর্ট পাওয়া তাদের নাগরিক অধিকার সুতরাং সমস্যার সমাধানকল্পে কোন রকম কালক্ষেপণ ছাড়া’ই সরকার সহ সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগী প্রবাসী বাংলাদেশী কর্মীদের।

এমন পরিস্থিতির পেছনে ঢাকা থেকে পাসপোর্ট সরবরাহের ধীর গতিকে দায়ী করছেন দূতাবাস কর্তৃপক্ষ।

পাসপোর্ট বিতরণের এমন বেহাল দশায় ক্ষোভ ঝাড়েন সয়ং ওমান আওয়ামী লীগ সভাপতি প্রকৌশলী মোস্তফা কা’মাল পাশা। তিনি বলেন, বাংলাদেশ দূতাবাস মাস্কাটে পাসপোর্ট নবায়নের জন্য দেয়ার ৪০-৪৫ দিনের মধ্যে পাসপোর্ট ডেলিভা’রি দেয়ার কথা থাকলেও তা মিলছেনা ৫-৬ মাসেও। তিনি আরো জানান, ওমানে রেসিডেন্স কার্ড রিনিউ করতে হলে মিনিমাম ছয় মাস মেয়াদ থাকতে হয় পাসপোর্টে। সুতরাং পাসপোর্ট দ্রুত ডেলিভা’রি পেতে দূতাবাস ও সংশ্লিষ্টদেরকে আরো দায়িত্বশীল হয়ে সেবা প্রত্যাশীদের সহযোগিতা করার কোনো বিকল্প নেই।

অন্যদিকে ওমান আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্ম’দ নোমান পাসপোর্ট বিতরণের এ ধীরগতির মাধ্যমে প্রবাসীদের ভোগান্তিতে ফেলার বিষয়টি অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত উল্লেখ করে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান । পাসপোর্ট নিয়ে চলমান সমস্যাটিকে খুবই জটিল উল্লেখ করে ওমান আওয়ামী লীগের আরেক সাবেক সভাপতি মোঃ জহিরুল ইস’লাম ওমানে বসবাসরত ভা’রতীয় ও পা’কিস্তানি নাগরিকদের পাসপোর্ট নবায়নে এক থেকে দুই সপ্তাহ কিংবা কিছু ক্ষেত্রে আরো কম সময়ে সম্পন্ন হয় সেখানে প্রধানমন্ত্রী নির্দেশনায় দেশকে প্রায় শতভাগ সেক্টরে ডিজিটালাইজড করার পরও পাসপোর্ট নবায়নে ধীর গতি দুঃখজনক।

অন্যদিকে ওমান আওয়ামী লীগের আরো এক সাবেক সভাপতি মোঃ শাহাজান মিয়া বলেন, আমা’র ১৪ জনের মতো ষ্টাফ রয়েছে তাদের পাসপোর্ট নাবায়ন করতে ও বিতরণের দীর্ঘসূত্রিতা লক্ষ্য করা গেছে। আমি নিজেও এই পাসপোর্ট বিড়ম্বনার শিকার।

সালালার এক বাংলাদেশি বিপণন কর্মী বলেন, ‘তিন মাস ধরে নিয়মিত দূতাবাস ও এক্সচেঞ্জে ধর্না দিয়ে একটাই বার্তা পাচ্ছি, “আপনার পাসপোর্ট প্রিন্টিং প্রসেসিংয়ে আছে।” কিন্তু প্রিন্ট হয়ে কবে হাতে আসবে সেই উত্তর দিতে পারছে না এক্সচেঞ্জ বা দূতাবাস।’

এসব তথ্য জানিয়ে চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মোহাম্ম’দ ইয়াছিন চৌধুরী বলেন, ‘করো’নাকালে রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীরা যখন অনিশ্চিত ভবিষ্যতের হতাশায় আছেন, সেখানে পাসপোর্ট নিয়ে এমন ভোগান্তি প্রবাসীদের জনজীবন বিষিয়ে তুলেছে।

তাছাড়া প্রবাসীদের অধিকার ভিত্তিক সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ওমানের সভাপতি প্রকৌশলী আলী আশরাফ পাসপোর্ট ডেলিভা’রিতে বিলম্বে হতাশা প্রকাশ করেছেন এবং সরকার সহ সংশ্লিষ্টদের এ সমস্যা সমাধানে জরুরি ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: