cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra
মৌলভীবাজার পৌর এলাকার দ্বারক ও পশ্চিম ধরকাপন এলাকায় কোভিড-১৯ করো’না ভাই’রাসে আ’ক্রান্ত হয়ে ২ জনের মৃ’ত্যু হয়েছে।
মৃ’ত্যুবরণকারীর পরিবার সূত্রে জানা যায়, মৌলভীবাজার পৌর সভা’র দ্বারক এলাকার বৃক্ষপ্রে’মী নিজামুল ইস’লাম (ডালুন) সিলেটের সামছুদ্দিন হাসপাতা’লে বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় করো’না পজেটিভ নিয়ে মৃ’ত্যবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। বাদ মাগরিব মৌলভীবাজার শহরের দ্বারক জামে ম’সজিদ সংলগ্ন মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে জানাযার নামাজ অনুষ্টিত হয়। জানাযার নামাজে এলাকাবাসী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিত ছিলেন। পরে মৃ’ত নিজামুল ইস’লামকে হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহঃ) দরগা সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মৃ’ত নিজামুল ইস’লাম (ডালুন) এর মামাতো ভাই মৌলভীবাজার সাইক্লিং কমিটির মডারেটর ইমন আহমেদ।অ’পর দিকে পার্শবর্তী পশ্চিম ধরকাপন এলাকার ইনছান উল্লার পুত্র ক্ষুদ্র ব্যবসায়ী মাসুক মিয়া বুধবার সন্ধ্যায় সিলেটের সামছুদ্দিন হাসপাতা’লে মৃ’ত্যবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তিনি ৩ এপ্রিল করো’নায় আ’ক্রান্ত হয়ে হাসপাতা’লে ভর্তি হন। মাসুক মিয়ার নামাজে যানাজা শেষে রাত সাড়ে ১০ ঘটিকায় পশ্চিম ধরকাপন এলাকাস্থ কবরস্থানে দাফন করা হয়।
এ বিষয়ে তাকরীম ফিউনারেল এর টিম প্রধান সাইফুল ইস’লাম সরকার জুনেদ জানান, মৌলভীবাজার সদর উপজে’লা নির্বাহী কর্মক’র্তা মোঃ শরীফুল ইস’লাম এর নির্দেশনায় মৃ’ত উভ’য় ব্যক্তির যানাজা ও দাফন সম্পন্ন করেন।করো’না টিমে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী টিম প্রধান এস এম গো’লাম কিবরিয়া, টিম সমন্বয়কারী, সুমন আহম’দ, সংগঠনের সিনিয়র সদস্য আলমগীর আহম’দ, শাহিন আহম’দ, মোঃ আজাদুজ্জামান, এম.জে এইচ সামীর ও হাফেজ মা’ওলানা ওয়াকিবুর রহমান।
সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বুধবার রাতে জানান, চলতি বছরের শুরুর দিকে করো’না শনাক্তের হার কমে এলেও সম্প্রতি আবারও বাড়ছে। সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃ’তের সংখ্যা। সংক্রমণ রোধে সরকার লকডাউন ঘোষণা করলেও অনেকেই তা মানছেন না। এতে করে আ’ক্রান্ত হওয়ার ঝুঁ’কি বাড়ছে। করো’না শনাক্তে ১৩৮ টি নমুনা পরীক্ষার জন্য পাঠালে সেখান থেকে ২২ জনের পজেটিভ এসেছে। করো’না সনাক্তের হার ১৬ ভাগ। আ’ক্রান্ত রোগীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। জে’লায় এখন পর্যন্ত ২ হাজার ৯৮ জনের করো’না শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সরকারি হিসেবে জে’লায় মা’রা গেছেন ২৪ জন।