cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সৌদি আরবে ম’সজিদুল হারামে দাঁড়িয়ে স’ন্ত্রাসী গোষ্ঠীর সম’র্থনে স্লোগান দেওয়া এক সশস্ত্র ব্যক্তিকে আ’ট’ক করা হয়েছে।
ম’ক্কা পু’লিশের মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, ম’সজিদের দ্বিতীয় তলায় ছু’রি হাতে এক ব্যক্তিকে শনাক্ত করা হয়।
৩০ মা’র্চ আসর নামাজের পর ওই ব্যক্তি ছু’রি ঘুরিয়ে ঘুরিয়ে উগ্রবাদী স্লোগান দিচ্ছিলেন।
পরে ঘটনাস্থল থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে আ’ট’ক করেছে। তার বি’রুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দুই পবিত্র ম’সজিদের প্রেসিডেন্সের প্রধান শেখ আবদুল রহমান বলেন, ওই ব্যক্তি ইস’লামি বিশ্বা’সের বি’রুদ্ধে বর্ণবাদী ও উগ্রপন্থী স্লোগান দিচ্ছিলেন।
‘তিনি ম’সজিদের পবিত্রতা রক্ষা করেননি, সম্মানও দেখাননি। নামাজ, তাওয়াফ ও হ’জের জন্য এই ম’সজিদ নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ।’
এর আগে গত ২০ অক্টোবর ম’সজিদুল হারামের বাইরের ফট’কে এসে এক সৌদির গাড়ি ধাক্কা খায়। ম’ক্কার কর্তৃপক্ষ জানায়, ওই লোক অস্বাভাবিক অবস্থায় ছিলেন।
২০১৭ সালের জুনেও পবিত্র ম’সজিদটিতে হা’মলার পরিকল্পনা ব্যর্থ করে দেয় সৌদি কর্তৃপক্ষ।