cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
অধিকৃত এলাকার ফিলি’স্তিনিদের করো’নার টিকা দিতে ইস’রাইল অস্বীকৃতি জানালেও ফিলি’স্তিনিদের জন্য নিজেদের তৈরি এক লাখ টিকা পাঠিয়েছে চীন।
চীনের সিনোফার্মের তৈরি এ টিকার চালান এরই মধ্যে ফিলি’স্তিনে গিয়ে পৌঁছেছে। খবর এএফপি ও আরব নিউজের।
এসব টিকা ফিলি’স্তিনের স্বাস্থ্যকর্মী, বৃদ্ধ ও করো’নায় আ’ক্রান্ত হয়ে গুরুতর অ’সুস্থ ব্যক্তিদের দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
চীনা টিকার এ চালান গত মঙ্গলবার ফিলি’স্তিনে পৌঁছেছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
ফিলি’স্তিনের স্বাস্থ্যমন্ত্রী মিয়া আল কাইলা চীনে এ টিকা পাওয়ার কথা গণমধ্যমকে নিশ্চিত করেছেন।
ফিলি’স্তিনের স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইস’রাইল অধিকৃত পশ্চিমতীরের রামাল্লাহ শহরের কারফিউ ও কঠোর লকডাউন সত্ত্বেও ভ’য়াবহভাবে বিস্তার ঘটেছে করো’নাভাই’রাসের।
এখানকার হাসপাতালগুলোতে তিল ঠাঁই নেই রোগীদের জন্য। ইস’রাইল নিজেদের নাগরিকদের প্রায় সবাইকেই টিকার আওতায় আনলেও ফিলি’স্তিনিদের দখলকৃত এলাকায় টিকা দিতে অস্বীকৃতি জানাচ্ছে।
অধিকৃত পশ্চিমতীর ও গাজা উপত্যকায় ৫২ লাখ ফিলি’স্তিনির বসবাস। আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে ইস’রাইল এদের টিকার আওতায় আনছে না। অবশেষে চীন এদের জন্য সাহায্যের হাত বাড়ল।