সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৪ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

লন্ডন মেয়র নির্বাচনে রেকর্ড সংখ্যক ২০ প্রার্থী

রেকর্ড সংখ্যক ২০ জন প্রার্থী লন্ডনের মেয়র নির্বাচনে লড়বেন। বুধবার এই তথ্য প্রকাশিত হয়েছে। এর আগে সর্বাধিক সংখ্যক ১২ জন লন্ডন মেয়র প্রার্থী ছিলেন ২০১৬ সালের নির্বাচনে।

৬ মে নির্বাচনে মেয়র পদে পুনর্নির্বাচনের জন্য লেবার পার্টির হয়ে ল’ড়বেন সাদিক খান। তাঁর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন টোরি দলের শন বেইলি, গ্রিন পার্টির সায়ান বেরি, লিবডেম দলের লুইসা পোরিট এবং নবগঠিত রিক্লেইম পার্টি থেকে প্রার্থী হয়েছেন অ’ভিনেতা লরেন্স ফক্স, যিনি মুক্ত বক্তৃতা ও লকডাউনবিরোধী প্লাটফরম থেকে প্রচারণা চালাচ্ছেন।

অন্যান্য প্রার্থীর মধ্যে রয়েছেন সাবেক লেবার নেতা জেরেমি করবিনের ভাই ভ্যাকসিনবিরোধী আ’ন্দোলনের কর্মী পিয়েরস করবিন, ইউকিপ এর পিটার গ্যামনস এবং উইমেনস ইক্যুয়ালিটি পার্টির মান্ডু রিড।
প্রার্থীর সংখ্যার কারণে ব্যালট পেপারটি ভিন্নভাবে সাজানোর ফলে ভোটারদের মধ্যে বি’ভ্রান্তি সৃষ্টি হতে পারে বলে আশ’ঙ্কা রয়েছে।

ব্যালট পেপারে সাধারণত এক কলামে প্রার্থীদের নাম তালিকাভুক্ত করা হয়। কিন্তু এক কলামে মাত্র ১৫টি নাম সংকুলান হয়। তাই এবার ১০টি করে নামের দুটি কলাম থাকবে।

এমন আশ’ঙ্কা রয়েছে যে যারা ৬ মে মেয়র নির্বাচনে প্রথম ও দ্বিতীয় পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, তাঁরা ভুল করে ধরে নিবেন, তাদের প্রথম পছন্দটি বাম কলাম থেকে এবং দ্বিতীয় পছন্দটি ডান কলাম থেকে নির্বাচন করা উচিত। অথচ তারা যে কোনো কলাম থেকে তাদের প্রথম এবং দ্বিতীয় পছন্দটি বেছে নিতে পারেন।

মহামা’রীজনিত কারণে মেয়র নির্বাচন এক বছর বিলম্বিত হওয়ায় লন্ডন মেয়র পদের এবারের মেয়াদ ৪ বছরের স্থলে হবে ৩ বছর। সূত্র: বাংলা নিউজ রুম রিপোর্ট

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: