cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
হেফাজত নেতা মামুনুল হকসহ যারা ইস’লামের নামে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের সঙ্গে জ’ড়িত তাদের ৪ এপ্রিলের মধ্যে গ্রে’প্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ ইস’লামী পিপলস পার্টি। এই সময়ের মধ্যে গ্রে’প্তার না হলে আগামী ৫ এপ্রিল সকাল-সন্ধ্যা হরতাল দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে এই সংগঠনটি৷
আজ (বৃহস্পতিবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ইস’লামী পিপলস পার্টি আয়োজিত ‘ইস’লামের নামে যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে ইস’লামের দৃষ্টিতে তাদের বি’রুদ্ধে কী’ ব্যবস্থা নেওয়া উচিত’-শীর্ষক আলোচনা সভা থেকে এ ঘোষণা দেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মা’ওলানা মো. ইসমাইল হোসাইন।
ইস’লামী পিপলস পার্টির চেয়ারম্যান মা’ওলানা মো. ইসমাইল হোসাইন বলেন, ‘সরকারের প্রতি জো’র দাবি থাকবে, ইস’লামের নামে যারা এ সমস্ত স’ন্ত্রাসী কর্মকা’ণ্ড করেছে তাদেরকে আগামী চার দিনের মধ্যে গ্রে’প্তার করতে না পারলে আম’রা আগামী ৫ তারিখে সকাল সন্ধ্যা হরতাল দেব।’
মা’ওলানা মো. ইসমাইল হোসাইন বলেন, “পবিত্র কুরআন ও হাদিসের আলোকে এ কথা প্রতীয়মান হয় যে, অযথা জ্বালাও-পোড়াও করে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার কোনও সুযোগ নেই। ইস’লামের স্বার্থে বা ইস’লাম কোনও দাবি-দাওয়া আদায়ের ক্ষেত্রেও ইস’লামের প্রকৃত দৃষ্টিভঙ্গী এবং শান্তিপূর্ণ পদ্ধতি অনুসরণ করা উচিত। এক্ষেত্রে দেশের ইস’লামী বা ধ’র্মীয় দলগুলোকে আরও সচেতন হওয়া দরকার।”
তিনি বলেন, “ধ’র্মীয় সংগঠনের নামে রাষ্ট্রের সম্পদ নষ্টের মতো কর্মকা’ণ্ড চালানো মোটেও শোভা পায় নাই। ইস’লাম শান্তির ধ’র্ম। চারদিনের মধ্যে মামুনুল হকসহ যারা ইস’লামের নামে, আ’ন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে তাদের গ্রে’প্তার করতে হবে। নতুবা পাঁচ তারিখ হরতাল দেব। সেদিন মামুনুল হকের বাড়ি ঘেরাও করবো। মামুনুল হক যেখানেই থাকবে তার বাড়ি আম’রা ঘেরাও করবো। তাকে আম’রা প্রসাশনের হাতে তুলে দেব।”
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির মহাসচিব মা’ওলানা কাজী শাহ মো. ওম’র ফারুক, ইস’লামী চিন্তাবিদ আলহাজ মো. হাজী হাবিব উল্লাহ, নড়াইলের পীর হারুনুর রশিদ মিরন মা’ওলানা কাজী আব্দুল কাইয়ুম ও হাফেজ মা’ওলানা আব্দুল আজীজ প্রমুখ।