cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
আল্লাহ ও হুজুরদের নিয়ে ফেসবুকে কটুক্তি করার দায়ে হবিগঞ্জের নবীগঞ্জে অর্পণ সূত্রধর (২৪) নামের এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদ’ন্ড দিয়েছে মোবাইল কোর্ট ৷
মঙ্গলবার (৩০মা’র্চ) দুপুরে আ’দালতের মাধ্যমে তাকে জে’ল হাজতে প্রেরণ করা হয়। এর আগে মঙ্গলবার সকালে নবীগঞ্জ উপজে’লা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন মোবাইল কোর্ট পরিচালনা করে ধ’র্মীয় অনূভুতিতে আ’ঘাতের দায়ে অর্পণ সূত্রধরকে ১ মাসের বিনাশ্রম কারাদ’ণ্ড প্রদান করেন। অর্পণ সূত্রধর নবীগঞ্জ উপজে’লার দীঘলবাক ইউনিয়নের বহরমপুর গ্রামের অরুন সূত্রধরের ছে’লে।
জানা যায়- গত সোমবার অর্পণ সূত্রধর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আল্লাহ ও হুজুরদের নিয়ে কটূক্তি মূলক মন্তব্য করে। এর ফলে পবিত্র শবে বরাতের রাতে ধ’র্মপ্রা’ণ মু’সলমানদের মধ্যে এনিয়ে তীব্র ক্ষোভ ও উত্তে’জনা দেখা দেয়। খবর পেয়ে নবীগঞ্জ থা’নার ওসি মো. ডালিম আহমেদ সহকারে নবীগঞ্জ থা’নার একদল পু’লিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের আলোচনা সা’পেক্ষেই পরিস্থিতি স্বাভাবিক করেন । এবং এঘটনায় জ’ড়িত থাকার দায়ে অ’ভিযু’ক্ত অর্পণ সূত্রধর (২৪) পু’লিশ আ’ট’ক করে। খবর পেয়ে নবীগঞ্জে আসেন হবিগঞ্জের পু’লিশ সুপার মোহাম্ম’দ উল্ল্যা।
মঙ্গলবার সকালে নবীগঞ্জ উপজে’লা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন মোবাইল কোর্ট পরিচালনা করে ধ’র্মীয় অনূভুতিতে আ’ঘাতের দায়ে অর্পণ সূত্রধরকে ১ মাসের বিনাশ্রম কারাদ’ণ্ড প্রদান করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজে’লা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন বলেন– ধ’র্ম নিয়ে কটুক্তি করার দায়ে আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ১মাসের বিনাশ্রম কারাদ’ন্ড প্রদান করা হয়।