cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাত্র ৬ মাস ৮ দিনে কোরান শরীফ মুখস্থ করলেন ১৩ বছরের শি’শু তানিম। সে শহরতলীর সবুজবাগ এলাকার সম’র মিয়ার ছে’লে। এই দিনে আরো তিনজন শি’শু হাফেজ হয়েছেন।
এরা হলেন হাফেজ মো. আশরাফ, হাফেজ মো. আব্দুল কাদির ও হাফেজ মো. রিয়াদ আহম’দ। এরা চারজনই শহরের নতুন বাজার দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার থেকে হাফেজ হয়েছেন। গতকাল রাতে এই চার জনের মা’থায় পাগড়ী পরিয়ে দেন মাদ্রাসার প্রতিষ্টাতা হাফেজ খতিব হযরত মা’ওলানা জামাল উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন মো. ইউসুফ আলী, হাজি মালেক মিয়া, হাফেজ রাশেদ তালুকদার, মাদ্রাসার সহকারি শিক্ষক হাফেজ মুজাম্মিল হোসাইন, মাহমুদুল হাসান প্রমুখ।
হযরত মা’ওলানা জামাল উদ্দিন জানান, মৌলভীবাজার জে’লায় এখন পর্যন্ত কেউ এতো কম সময়ে হাফেজ হতে পারেননি। যেটা তানিম পেরেছে। এই মাদ্রাসাটি সার্বিক উন্নয়নে তিনি সমাজের দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।