cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এ প্রকাশিত খবরে জানানো হয়েছে মিয়ানমা’রে সাম’রিক অভ্যুত্থানের বি’রুদ্ধে বি’ক্ষোভে নিরাপত্তা বাহিনীর গু’লিতে নি’হতের সংখ্যা বেড়ে ৪৫৯ জনে দাঁড়িয়েছে।
সোমবার (২৯ মা’র্চ) আন্তর্জাতিক এ সংবাদ মাধ্যমটি এ খবর প্রকাশ করেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, শেষকৃত্যেও মিয়ানমা’রের নিরাপত্তা বাহিনী গু’লি চালিয়েছে।
গত শনিবার বি’ক্ষোভে প্রা’ণ হারান ১১৪ জন। এরপর রোববার নি’হতদের শেষকৃত্যে গু’লির ঘটনা ঘটেছে। মিয়ানমা’রের নিরাপত্তা বাহিনী সাম’রিক অভ্যুত্থানের প্রতিবাদকারী এক ব্যক্তিকে হ’ত্যা করেছে এবং দেড় বছরের একটি শি’শুকেও গু’লি করা হয়েছে।
গত ১ ফেব্রুয়ারি সাম’রিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমা’রের নিয়ন্ত্রণ নেয় দেশটির সে’নাবাহিনী। এ ঘটনার পর পরই বি’ক্ষোভে উত্তাল হয়ে ওঠে দেশটি। সে’নাবাহিনীর চোখ রাঙানি এবং পু’লিশের দমনপীড়ন উপেক্ষা করে বি’ক্ষোভ চালিয়ে যাচ্ছেন মিয়ানমা’রের সব শ্রেণি-পেশার মানুষ।