cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
প্রায় ৬ মাস পর এই প্রথম লন্ডনে করো’নার কারণে একদিনে কোনো মৃ’ত্যুর ঘটনা ঘটেনি। আইটিভির খবরে বলা হয়েছে, বৃটেনে করো’না আ’ক্রান্ত হয়ে যত মানুষের মৃ’ত্যু হয়েছে তার শতকরা ১০ শতাংশই লন্ডনের।
করো’নার প্রথম ঢেউয়ের এপিসেন্টারও ছিল লন্ডন। তবে গত বছরের সেপ্টেম্বরের পর এই রোববারই প্রথম লন্ডনে করো’নার কারণে মৃ’ত্যু রেকর্ড করা হয়নি।
এদিকে, দেশটিতে লকডাউন সহ’জ করার পথে হাটছে সরকার। ‘স্টে হোম’ নির্দেশনাও বাতিল করা হয়েছে বেশ কিছু শহরে। আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে আসার পরিকল্পনা হাতে নিয়েছে বৃটিশ সরকার।
তবে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, কড়াকড়ি শিথিল করা হলেও সবাইকে অবশ্যই জারি থাকা নিয়মগুলো মেনে চলতে হবে। একইসঙ্গে তিনি সবাইকে ভ্যাকসিন গ্রহণের আহ্বানও জানান। সোমবার দেশটির ক্রিড়া ও পর্যটন মন্ত্রী নাইজে’ল হাডলস্টেনও আইটিভিকে বলেন, এখনই লকডাউন সহ’জ করার সঠিক সময়।