সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৪ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

আজ রাজপথে ফুল ছিটানোর কথা, ঝরল রক্ত

ভা’রতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে ঘিরে রাজধানীর বায়তুল মোকাররম ও চট্টগ্রামের হাটহাজারীতে প্রতিবাদী মিছিলে হা’মলার ঘটনাকে নি’র্মম, ন্যক্কারজনক ও অমানবিক উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইস’লাম আলমগীর।

তিনি বলেছেন, হা’মলায় গু’লিতে নি’হতদের বিদেহী আত্মা’র মাগফিরাত কা’মনা ও আ’হতদের আশু সুস্থতা কা’মনা করছি। স্বাধীনতা দিবসের মতো উৎসব ও আনন্দের দিনে রাজপথে ফুল ছিটানোর কথা থাকলেও সেখানে রাজপথে র’ক্ত ঝরানো হলো।

শুক্রবার (২৬ মা’র্চ) রাতে এক সংবাদ বি’জ্ঞপ্তিতে এ নিন্দা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, আজ ঢাকায় জাতীয় ম’সজিদ বায়তুল মোকাররমে সাধারণ মু’সুল্লিদের শান্তিপূর্ণ কর্মসূচির ওপর পু’লিশের গু’লিবর্ষণ ও বেধড়ক লা’ঠিচার্জের প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার সাধারণ ছাত্ররা তাৎক্ষণিকভাবে মিছিল বের করলে পু’লিশ শান্তিপূর্ণ মিছিলের ওপর বেপরোয়া গু’লি চালিয়ে এ পর্যন্ত চার জনকে হ’ত্যা ও অসংখ্য ছাত্রকে গুরুতর আ’হত করে। এর প্রতিবাদে সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদরত মানুষদের ওপর নির্বিচারে গু’লি চালিয়ে এক জনকে হ’ত্যা ও অসংখ্য মানুষকে আ’হত করা হয়। এ ধরনের নি’র্মম, ন্যক্কারজনক ও অমানবিক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিএনপি মহাসচিব বলেন, মহান স্বাধীনতা দিবসের মতো জাতীয় উৎসবের দিনে বায়তুল মোকাররম, চট্টগ্রামের হাটহাজারী এবং ব্রাহ্মণবাড়িয়ায় পু’লিশ ও ছাত্রলীগ-যুবলীগের সশস্ত্র স’ন্ত্রাসীদের যৌথ হা’মলা এবং হ’ত্যার ঘটনা বর্তমান সরকারের ফ্যাসিবাদী আচরণের আরও একটি জঘন্য দৃষ্টান্ত। হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় সরকারের স’ন্ত্রাসী বাহিনীর নি’র্মম হা’মলায় এ পর্যন্ত পাঁচ জনের প্রা’ণ গেছে, অসংখ্য গুরুতর আ’হত হয়েছে।

স্বাধীনতা দিবসের মতো উৎসব ও আনন্দের দিনে রাজপথে ফুল ছিটানোর কথা বলে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, সেখানে রাজপথে র’ক্ত ঝরানো হলো। এই নি’র্মম ঘটনার নিন্দা জানানোর ভাষা আমা’র জানা নেই।

স্বাধীন দেশে যেকোনো কর্মসূচি পালন করার বা স্বাধীন মতামত ব্যক্ত করার অধিকার সব নাগরিকের আছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মুহূর্তে বলতে হচ্ছে, স্বাধীন দেশে জনগণ আজ যেন পরাধীন। আওয়ামী লীগ সরকারের আমলে শহর থেকে গ্রাম সর্বত্রই আওয়ামী স’ন্ত্রাসীদের মাধ্যমে র’ক্তের নিষ্ঠুর হোলিখেলা চলছে। বিরোধী দল-বিরুদ্ধ মতের সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর পু’লিশ এবং আওয়ামী স’ন্ত্রাসীদের বর্বরোচিত নি’র্যা’তন এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, আওয়ামী সরকার যেন জনগণের বি’রুদ্ধে অঘোষিত যু’দ্ধ চালাচ্ছে।

রাষ্ট্রীয় ও দলীয় ভ’য়াবহ সন্ত্রাসের মাধ্যমে দেশের মানুষকে ভীতসন্ত্রস্ত রেখে রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে দেশ যেন এখন গু’ম, খু’ন, অ’পহ’রণ ও নি’র্যা’তন-নি’পীড়নের ভ’য়াল উপত্যকায় পরিণত হয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, এসব অ’পকর্মের জবাব দেওয়ার জন্য আওয়ামী ভোটারবিহীন সরকারকে অবশ্যই এক দিন জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। জনগণ এই বর্বর আচরণের বি’রুদ্ধে রুখে দাঁড়াবে।

চট্টগ্রামে নি’হত ৪

ভা’রতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতের মিছিলে পু’লিশের সঙ্গে সং’ঘর্ষে চারজন নি’হত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আ’হতও হয়েছেন। শুক্রবার বেলা আড়াইটার দিকে দারুল উলুম মঈনুল ইস’লাম মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।

নি’হতরা হলেন- রবিউল ইস’লাম (২৩), মেরাজুল ইস’লাম (২২) মিরাজুল ইস’লাম, জামিল (২০) ও মিজান (৪০)।

হাটহাজারীতে সং’ঘর্ষে হেফাজতের ৪ জনের মৃ’ত্যু
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চ’মেক) হাসপাতা’লের পু’লিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্ট’কে বলেন, সং’ঘর্ষের ঘটনায় চারজন নি’হত হয়েছেন। আ’হত হয়েছেন বেশ কয়েকজন।

আ’হতদের মধ্যে ইব্রাহিম খলিল (২৫), ইম’রান হোসেন (২৪), ই’মাম উদ্দিন (২২), বেলাল হোসেন (২২) ও সাইফুল ইস’লাম (২৪) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতা’লের ২৬নং ওয়ার্ডে চিকিৎসাধীন। সং’ঘর্ষে চার পু’লিশ সদস্যও আ’হত হয়েছেন। তবে তাদের নাম জানা যায়নি।

এএসআই আলাউদ্দিন জানান, নি’হতদের মধ্যে তিনজন মাদরাসাছাত্র ও একজন স্থানীয় দর্জির দোকানে কাজ করতেন।

ব্রাহ্মণবাড়িয়ায় নি’হত ১

মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে চট্টগ্রামে মাদরাসাছাত্রদের ওপর পু’লিশের হা’মলার খবরে বি’ক্ষোভে উত্তাল হয়ে ওঠে ব্রাহ্মণবাড়িয়াও। শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জে’লা সদরের বিভিন্নস্থানে হা’মলা চালিয়ে ভাঙচুর ও অ’গ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ’রা। বি’ক্ষোভের ঘটনায় আশিক (২০) নামে এক তরুণ নি’হত হয়েছেন।

সন্ধ্যা ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতা’লের জরুরি বিভাগে তার মৃ’ত্যু হয়। নি’হত আশিক জে’লা শহরের দাতিয়ারা এলাকার সাগর মিয়ার ছে’লে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বিক্ষুব্ধ মাদরাসাছাত্ররা জে’লা শহরের কাউতলি এলাকায় পু’লিশ সুপারের কার্যালয় এবং ২নং পু’লিশ ফাঁড়িতে হা’মলা করে। এ সময় পু’লিশ শটগানের গু’লি ছুড়ে। এ ঘটনায় আশিক এবং পু’লিশ পরিদর্শক নূরে আলমসহ অন্তত ১৫ জন আ’হত হন। পরে আ’হতদের হাসপাতা’লে নিয়ে যাওয়ার পর আশিককে মৃ’ত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া আশ’ঙ্কাজনক অবস্থায় পু’লিশ পরিদর্শক নূরে আলমকে ঢাকায় পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতা’লের তত্ত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন জানান, হাসপাতা’লে আনার আগেই ওই তরুণের মৃ’ত্যু হয়েছে। নি’হতের পেটে আ’ঘাতের চিহ্ন রয়েছে। তবে এটি গু’লির কিনা সেটি স্পষ্ট নয় বলে জানান তিনি।

যাত্রাবাড়ীতে সড়ক অবরোধ

এদিকে, ভা’রতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী’ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসার প্রতিবাদে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সড়ক অবরোধ করেন মাদরাসার শিক্ষার্থীরা। ফলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কসহ যাত্রাবাড়ীর আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পু’লিশ সতর্ক অবস্থায় রয়েছেও বলে জানা গেছে।

যাত্রাবাড়ীতে সড়ক অবরোধ
শুক্রবার (২৬ মা’র্চ) সন্ধ্যায়  বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থা’নার অফিসার ইনচার্জ মাজহারুল ইস’লাম কাজল। তিনি বলেন, যাত্রাবাড়ীর কুতুবখালী মাদরাসার সামনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেন। ফলে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পু’লিশ মোতায়েন রয়েছে। আম’রা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

বায়তুল মোকাররমে সং’ঘর্ষ

ভা’রতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ঘিরে এর প্রতিবাদে নেমে পু’লিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সং’ঘর্ষে জড়িয়ে পড়েন ইস’লামী দলগুলোর নেতাকর্মীরা। রাজধানীর বায়তুল মোকাররমে হওয়া এ সং’ঘর্ষে আ’হত হন অর্ধশতাধিক। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতা’লে চিকিৎসা নিতে আসেন।

বায়তুল মোকাররমে ইস’লামী সংগঠনগুলোর নেতাকর্মীদের সঙ্গে পু’লিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সং’ঘর্ষ আ’হতদের বেশিরভাগই স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী। এছাড়া হেফাজতে ইস’লামের কয়েকজন নেতাকর্মীও হাসপাতা’লে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। সং’ঘর্ষে আটজন সাংবাদিকও আ’হত হন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: