cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
হবিগঞ্জের মাধবপুরে রাজ রাজ্যেশ্বর মন্দির, দূর্গামন্দির, শশ্মান কালিমন্দির ও কালি মন্দিরে চু’রি সংঘটিত হয়েছে। শুক্রবার (১৯ মা’র্চ) রাতে উপজে’লার আদাঐর গ্রামে এ ঘটনা ঘটে।
মন্দির কমিটির সেক্রেটারি অম’র ঘোষ জানান, প্রতিদিনের ন্যায় সকালে মন্দিরের পূজারী পূজা দেওয়ার জন্য যান সেখানে দেখেন মন্দিরের তালা ভাঙ্গা এবং ভেতরে থাকা পিতলের মূর্তি নেই। পরে বিষয়টি স্থানীয় সবাইকে অবগত করলে দেখেন চারটি মন্দিরে চু’রি সংগঠিত হয়েছে।
শুক্রবার রাত ১২টার পর পর্যন্ত ভক্তরা মন্দিরে কী’র্তন আনন্দ করছিল। মন্দিরের তালা ভেঙে দুর্গা মন্দির থেকে ঘন্টা, রাজ রাজ্যেশ্বর মন্দির থেকে পিতলের মূর্তি, রাধা, কৃঞ্চ, গোপাল, গৌর, নিতাই, ক’ষ্টি পাথর মূর্তি। শ্মশান কালিমন্দির থেকে বাদ্যযন্ত্র, দানবাক্র ভেঙে টাকাসহ প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালামাল চু’রি করে নিয়ে গেছে দুবৃর্ত্তরা।
তিনি আরো জানান, এটা একটা পরিক’ল্পিত ঘটনা। এ ব্যপারে মাধবপুর থা’নায় মা’মলা দায়েরের প্রস্তুতি চলছে।
মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পু’লিশ সুপার মহসীন আল মুরাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মাধবপুর থা’নার ওসি (ত’দন্ত) আমিনুল ইস’লাম জানান, মন্দিরের মূর্তি ও মালামাল উ’দ্ধার, এবং আ’সামিদের ধরতে পু’লিশ কার্যক্রম শুরু অব্যাহত রয়েছে।