cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
টিকা নেয়ার পরও করো’নাভাই’রাসে আ’ক্রান্ত হয়েছেন বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।
সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভপুর) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি। তার স্ত্রী’ মাকসুরা হোসাইন দীনাও করো’নায় আ’ক্রান্ত হয়েছেন।
সারাদেশব্যাপী টিকা গ্রহণের প্রথম দিন গত ৭ ফেব্রুয়ারি জে’লায় প্রথম পীর ফজলুর রহমান মিসবাহ এমপি ও ২ মা’র্চ তার স্ত্রী’ মাকসুরা হোসাইন দীনা সুনামগঞ্জ সদর হাসপাতা’লে কোভিড-১৯ টিকা নেন।
এরপর করো’না টেস্ট করালে ১৯ মা’র্চ শুক্রবার সন্ধায় এ দম্পতির রিপোর্ট পজিটিভ আসে।
শনিবার ভোররাতে এই তথ্য নিশ্চিত করে পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, ১৭ মা’র্চ সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে করো’না টেস্টের জন্য আমি ও আমা’র স্ত্রী’ দু’জনের নমুনা দেই। ১৯ মা’র্চ শুক্রবার সিলেট শাহ’জালাল বিজ্ঞান ও প্রযু’ক্তি বিশ্ববিদ্যারয় (শাবির) পিসিআর ল্যাব হতে দু’জনেরই রিপোর্ট পজেটিভ আসে।
তিনি জানান, এখনও হালকা জ্বর রয়েছে। এর বাইরে আর অন্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। শুক্রবার রাত হতে ঢাকায় ন্যাম ভবনে আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছেন তারা।
তাদের সুস্থতার জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মিসবাহ।
প্রসঙ্গত,বৈশ্বিক মহামা’রী করো’না শুরু হওয়ার পরপরই জে’লা সদর হাসপাতা’লে দ্রুত আইসোলেশান সেন্টার স্থাপন , নিজস্ব অর্থায়নে কোভিড-১৯ টেস্টের জন্য বুথ স্থাপন , ত্রাণ সহায়তা বিতরনের কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন মিসবাহ।