সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেটী বধূ সেই শামীমা বেগমকে এখন চেনাই দায়

ব্রিটেনে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূদ শামীমা বেগম এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন ব্রিটেনে ফেরার। ১৫ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে লন্ডন থেকে সিরিয়ায় গিয়ে আন্তর্জাতিক জ’ঙ্গিগোষ্ঠী ইস’লামিক স্টেটে (আই’এস) যোগ দেন তিনি।

কিন্তু পরে ভুল বুঝতে পেরে ফিরতে চান লন্ডনে। তবে লন্ডন তাকে ফিরিয়ে দেয়। তারপর থেকে সন্তানকে নিয়ে লন্ডনে বৈধতা পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেনি তিনি।

সেজন্য বদলে ফেলেছেন নিজের পোশাক-পরিচ্ছদও। বোরকা-নেকাব ছেড়ে তিনি এখন পুরোদস্তুর পশ্চিমা পোশাকে অভ্যস্ত। ফ্যাশনেবল সানগ্লাস, রংচঙে চুলে তাকে এখন চেনাই যায় না। পশ্চিমা এ পোশাক-পরিচ্ছদ মূলত ২১ বছর বয়সী শামীমা’র ব্রিটেনে টিকে থাকার চেষ্টা।

উত্তর-পূর্ব সিরিয়াযর একটি রোজ ক্যাম্প থেকে এক সা’প্তাহিক ছুটির দিনে তার বেশ কয়েকটি ছবি তোলা হয়। সেসব ছবিতে তাকে পুরোদস্তুর পশ্চিমা নারীদের মতো দেখা গেছে।

তবে খুশিমনে ছবি তুলতে দিলেও তিনি মিডিয়ার সামনে কোনো কথা বলতে রাজি হননি। তার আইনজীবী এখনও তাকে যু’ক্তরাজ্যে বৈধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

গত মাসে যু’ক্তরাজ্যের সুপ্রিম কোর্ট জাতীয় সুরক্ষার কথা চিন্তা করে জানায়, তার নাগরিকত্ব বাতিলের বি’রুদ্ধে আপিল করার জন্যও শামীমা যু’ক্তরাজ্যে ফিরতে পারবেন না। তিনি এখন রোজ ক্যাম্পে এমন সব নারীদের সঙ্গে থাকছেন যারা নেকাব-বোরকা পরা বাদ দিয়েছে।

পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন একাডেমির ছা’ত্রী শামীমা বেগম ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে আরও দুই বান্ধবীসহ সিরিয়ায় পাড়ি দেন। সেখানে আই’এসে যোগ দিয়ে তিনি ডেনমা’র্কের বংশোদ্ভূত এক ধ’র্মান্তরিত ‘জিহাদি’কে বিয়ে করেন।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে সিরিয়ার উত্তরাঞ্চলীয় আল-হওর শরণার্থীশি’বিরে শামীমা’র দেখা পান এক ব্রিটিশ সাংবাদিক। সাক্ষাৎকারে শামীমা যু’ক্তরাজ্যে ফিরে আসার আকুতি জানান। সূত্র : ডেইলি মেইল

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: