cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সুনামগঞ্জের তাহিরপুর উপজে’লায় স্থানীয় সাংবাদিক কা’মাল হোসেনকে(৩০) গাছের সঙ্গে বেঁধে নি’র্যা’তনের ঘটনায় করা মা’মলার মূল আ’সামি মাহমুদ আলী শাহ ও দীন ইস’লামকে কারাগারে পাঠিয়েছেন আ’দালত।
সোমবার সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খালেদ মিয়ার আ’দালতে হাজির হয়ে এই আ’সামিরা জামিন চাইলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, চলতি বছরের ১ ফেব্রুয়ারি দুপুরে জে’লার তাহিরপুর উপজে’লার যাদুকা’টা নদীর তীর কে’টে অ’বৈধভাবে বালু উত্তোলনের ছবি তুলতে গিয়ে স্থানীয় সাংবাদিক কা’মাল হোসেন নি’র্যা’তনের শিকার হন। তাকে ধরে এলোপাতাড়ি মা’রধরের পর একটি গাছের সঙ্গে বেঁধে আবার নি’র্যা’তন করা হয়। এ সময় তার মোটরসাইকেল, মুঠোফোন ও ক্যামেরা ছিনিয়ে নেয়া হয়। ওই ব্যক্তিরা পরে তাকে ধরে নিয়ে যান পার্শ্ববর্তী চকবাজারে। সেখানে একটি গাছের সঙ্গে রশি দিয়ে তাকে বেঁধে রাখা হয়।
সাংবাদিক কা’মাল হোসেনকে নি’র্যা’তনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে সারাদেশে তোলপাড় শুরু হয়। কা’মাল হোসেন দৈনিক সংবাদ এবং সিলেট থেকে প্রকাশিত দৈনিক শুভ প্রতিদিনের তাহিরপুর উপজে’লা প্রতিনিধি হিসেবে কাজ করেন।
এ ঘটনায় পরদিন কা’মাল হোসেন বাদী হয়ে ঘাগটিয়া গ্রামের মাহমুদ আলী শাহ (৩৮), রইস উদ্দিন (৪০), দীন ইস’লাম (৩৫), মুশাহিদ তালুকদার (৪৫) ও মনির উদ্দিনের (৫২) নামোল্লেখসহ আরও পাঁচ-ছয়জন অ’জ্ঞাত ব্যক্তির বি’রুদ্ধে একটি মা’মলা করেন।
এরপর পু’লিশ মা’মলার এজাহারভুক্ত ২ নম্বর আ’সামি রইস উদ্দিন ছাড়াও ঘাগটিয়া গ্রামের ফয়সল আহম’দ (১৯), আনহারুল ইস’লাম (২০), তাহের হোসেন (২০) ও মাসরিবুল ইস’লামকে (২৬) গ্রে’প্তার করেছে। এই আ’সামিরা বর্তমানে জামিনে আছেন।
সোমবার মা’মলার এজহারভুক্ত অন্য চার আ’সামি মাহমুদ আলী শাহ, দীন ইস’লাম, মুশাহিদ তালুকদার ও মনির উদ্দিন আ’দালতে হাজির হয়ে জামিন চাইলে আ’দালতের বিচারক মাহমুদ আলী শাহ ও দীন ইস’লামের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মা’মলার বাদী পক্ষের আইনজীবী সালেহ আহম’দ দুই আ’সামির জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।